Special Yog in Kumbh Rashi: শীঘ্রই কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে অভূতপূর্ব যোগ। যে যোগ ৩০ বছর পরে তৈরি হচ্ছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে অনুকূল সময় শুরু হবে। কারা কারা ভাগ্যবান থাকবেন, তা দেখে নিন -
1/5৩০ বছর পর তৈরি হচ্ছে অভাবনীয় যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি কুম্ভ রাশিতে সেই অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে। ওই যোগের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে ধনপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। চাকরি-ব্যবসায় হবে উন্নতি।
2/5মেষ রাশি- মেষ রাশির দশম স্থানে ওই অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে। চাকরিতে উন্নতি হতে চলেছে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। ব্যবসার ক্ষেত্রে অর্থলাভ হতে পারে। বিনিয়োগ করলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5মিথুন রাশি- মকর রাশিতে যে অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে, তাতে মিথুন রাশির জাতকদের অনুকূল শুরু হবে। আকস্মিক অর্থলাভের সুযোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে। যাঁরা চাকরি করেন, তাঁদের সাফল্যের যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির জাতকদের পারিবারিক জীবনে আসবে সুখ-সমৃদ্ধি।
4/5সিংহ রাশি- ৩০ বছর পর মকর রাশিতে যে অভূতপূর্ব যোগ তৈরি হচ্ছে, তা সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হবেন। সিংহ রাশির যে স্থানে যোগ তৈরি হবে, তা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হতে চলেছে। নয়া অর্থবর্ষের শুরুতেই হতে পারে পদোন্নতি। যাঁরা বিনিয়োগ করতে চলেছেন, তাঁরা লাভবান হবেন। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মকর রাশি- মকর রাশির সপ্তম স্থানে অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর রাশির জাতকদের জন্য লাভজনক হতে চলেছে। ব্যবসার বহর বাড়বে। মুনাফাও বৃদ্ধি পাবে। বিশেষত অংশীদারিত্বের কাজে সাফল্য লাভ করবেন মকর রাশির জাতকরা।