বাংলা নিউজ > ভাগ্যলিপি > পয়লা বৈশাখে এই ৫ কাজ অবশ্যই করুন, তাহলে পুরো নববর্ষ কাটবে অত্যন্ত শুভ
আজ (১৫ এপ্রিল) বাংলা নববর্ষ শুরু হচ্ছে। নববর্ষের প্রথমদিন তথা পয়লা বৈশাখ কয়েকটি কাজ করলে আপনার পুরো বছর ভালো কাটবে। কোন কোন কাজ করতে হবে, তা দেখে নিন -
- আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে? তাহলে পয়লা বৈশাখের সকালে গঙ্গাজল বা পরিষ্কার জলে সাতটি আমপাতা ধুয়ে ফেলতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটা জায়গায় তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন। আমপাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে। তারপর সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাকে। শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে। সেটা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে।
- নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে ক্যাশব্যাক্সের উপর একটি বাটি সাদা সরষে এবং একটি বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Subho Noboborsho 1429: 'এসো হে বৈশাখ….', শুভ নববর্ষ ১৪২৯-তে নিজের প্রিয়জনদের জানিয়ে ফেলুন শুভেচ্ছা
- পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। পরতে হবে শুদ্ধ পোশাক। সঙ্গে দেখাতে হবে ধূপ এবং ধুনো। তবে শুধু পয়লা বৈশাখ নয়, বছরের প্রতিটি দিনই শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধূপ-ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু ধুনো নয়, ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিতে হবে। সারা বাড়িতে ধুনো দিন।
- গোটা সুপারি, হরিতকি, পাঁচটি কড়ি, গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে তামার ঘটে রাখতে হবে। ঘটে লাল কাপড়ে বেঁধে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ঘট বাড়িতেও রাখতে পারেন। আবার রাখতে পারেন দোকানে। বাড়িতে রাখলে যেখানে টাকা আছে, সেখানে রাখবেন। দোকানে রাখতে চাইলে ক্যাশবাক্সের উপর রাখতে পারেন।
আরও পড়ুন: Poila Baishakh 1429: পশ্চিমবঙ্গে শুক্রবার পয়লা বৈশাখ, কিন্তু বাংলাদেশে কেন তা আগের দিনই পালিত হচ্ছে
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর