আগামী ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে আর ১৭ জুন কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি। শাস্ত্র অনুসারে দুটি গ্রহের পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে জুন মাসে। কুম্ভে শনি প্রবেশ করছে বক্রী আকারে। তারফলে বহু রাশিতে প্রভাব পড়তে চলেছে।
1/6 বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যেমন ভাগ্যের উজ্জ্বলতা, কেরিয়ারে সাফল্যের অন্যতম কারণ, তেমনই শনি হলেন কর্মফল দাতা। এঁদের দুজনের গোচর খুব শিঘ্রই আসন্ন। উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি গ্রহই নিজের মতো করে অগ্রসর হয়। সেই নিয়মেই আসন্ন সময়ে সূর্য ও শনির গোচর হতে চলেছে।
2/6 আগামী ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করছে আর ১৭ জুন কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি। শাস্ত্র অনুসারে দুটি গ্রহের পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে জুন মাসে। কুম্ভে শনি প্রবেশ করছে বক্রী আকারে। তারফলে বহু রাশিতে প্রভাব পড়তে চলেছে। ১৫ জুন সন্ধ্যা ৬ টা ০৭ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করছে সূর্য। আর ১৭ জুন রাত ১০ টা ৪৮ মিনিটে বক্রী হচ্ছে শনি। যার ফলে কম বেশি সব রাশিতে প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, এরফলে কোন রাশিতে কেমন প্রভাব পড়তে চলেছে।
3/6 মিথুন: সব দিক থেকে এই সময়কালে এই রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বিশেষ লাভ। চাকরিতে এই সময়কালে পাবেন দারুন লাভ। বিভিন্ন জায়গার সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। সন্তানের দিক থেকে পাবেন সুখবর।
6/6 মকর: এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। প্রেমে আগের থেকে বাড়বে বিশ্বাস। সম্পর্ক আগের থেকে হবে মজবুত। কোনও রকমের ঋণ থেকে পেতে পারেন মুক্তি। বিভিন্ন অসুস্থতা থেকে পেতে পারেন মুক্তি। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)