Sun Transit 2023: প্রতি মাসে সূর্যের রাশি পরিবর্তন হয়। চলতি মাসেও সূর্যের গোচরের সময় প্রায় এসেই গেল। চারদিন পরেই রাশি পরিবর্তন হবেন গ্রহের রাজা সূর্যের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির রাশিতে সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/7আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) সূর্যের গোচর হতে চলেছে। অর্থাৎ সেদিন রাশি পরিবর্তন হবে গ্রহের রাজার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সূর্য। যে কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব।
2/7মেষ রাশি- মেষ রাশির একাদশতম স্থানে সূর্যের গোচর হবে। যা মনস্কামনা পূরণের স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্যের গোচরের ফলে মেষ রাশির জাতকদের মনস্কামনা পূরণ হবে। যাঁরা চাকরি করেন, তাঁদের কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পাবে। মান-সম্মান বাড়বে। আর্থিক দিক থেকে ভালো কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/7বৃষ রাশি- বৃষ রাশির দশম স্থানে সূর্যের গোচর হবে। যে স্থান কর্মক্ষেত্রের জন্য অনুকূল বলে মনে করা হয়। তাই সূর্যের রাশি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। চাকরি এবং ব্যবসার জন্য এই সময়টা অনুকূল হবে।
4/7মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের গোচর লাভজনক হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির নবম স্থানে সূর্যের গোচর হবে। যা আপনার পারিবারিক ও প্রেমের সম্পর্কে মাধুর্য নিয়ে আসবে। পরিশ্রমের পুরো দাম পাবেন। ভাগ্যের সহায়তা মিলবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে।
5/7কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের জন্য সুখবর নিয়ে আসবেেন গ্রহের রাজা সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির ষষ্ঠ স্থানে সূর্যের গোচর হতে চলেছে। তার ফলে কেরিয়ারের নিরিখে নয়া শিখরে পৌঁছাবেন কন্যা রাশির জাতকরা। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এটা দুর্দান্ত সময় হতে চলেছে। আর্থিক বিষয়ে লাভের যোগ তৈরি হবে।
6/7তুলা রাশি- তুলা রাশির জাতকদের পঞ্চম স্থানে সূর্যের গোচর হতে চলেছে। তার ফলে তুলা রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। যে তুলা রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পাবেন। যাঁরা চাকরি পালটাতে চান, তাঁদের জন্যও অপেক্ষা করছে ভালো খবর।
7/7মকর রাশি- মকর রাশির দ্বিতীয় স্থানে সূর্যের গোচর হবে। ওই স্থানে সূর্যের গোচরের ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন মকর রাশির জাতকরা। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতির পথ প্রশস্ত হবে। অগ্রগতি হবে কেরিয়ারে।