একাধিক এমন রাশি রয়েছে যাদের জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে ইতিমধ্যেই সমৃদ্ধ হতে শুরু করেছেন। মাসের শেষলগ্নে অনেকেই তার সুফ দেখতে পাবেন।
1/6সূর্যদেবতাকে তুষ্ট করতে সকলেই নিজের মতো করে আরাধনা করেন। চবে স্বয়ং সূর্যের কৃপা রাশিগুলির ওপর পড়লে জাতক জাতিকাদের ভাগ্যে আসে প্রভূত উন্নতি। গত ১৫ মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করেছে। তারফলে ইতিমধ্যেই বহু রাশিতে সৌভাগ্যের সময় শুরু হয়েছে।
2/6একাধিক এমন রাশি রয়েছে যাদের জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে ইতিমধ্যেই সমৃদ্ধ হতে শুরু করেছেন। সূর্যের গোচরে এই সুসময় তাঁদের ১৪ জুন পর্যন্ত থাকবে। মাসের শেষলগ্নে অনেকেই তার সুফল দেখতে পাবেন। অনেকেই পেতে পারেন পদোন্নতি, কারোর আবার আর্থিক ভাগ্য দারুন ভালো হবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি লাকি।
3/6বৃষ- পরিবারের সহযোগিতা পাবেন। প্রচুর অর্থ সম্পত্তি পাবেন। কলা ও সঙ্গীতের প্রতি আকর্ষণ বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। সম্পত্তি থেকে প্রচুর আয় পাবেন। সন্তানের তরফে সুখের খবর পেতে পারেন। চাকরিতে ব্যবসার যোগ হবে।
4/6কর্কট- আত্মবিশ্বাস বাড়বে। কুটুম্ব ও পরিবারে আধ্যাত্মিক কাজ বাড়বে। সন্তানের দিক থেকে আসতে পারে সুখ। মনে থাকবে শান্তি ও প্রসন্নতা। ধনের প্রাপ্তির যোগ আসবে। চাকরিতে পাবেন অফিসারদের সহায়তা।