রাত পোহালেই ১৫ মে। আর এই ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। দীর্ঘ ১ বছর পর সূর্য প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। উল্লেখ্য, বৃষ রাশির স্বামীগ্রহ শুক্র হলেন ধন ও বৈভবের কারক। শুক্রের রাশিতে সূর্যের প্রবেশের ফলে একাধিক রাশি হতে চলেছে লাভবান। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এতে লাভবান হবে।
1/7বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৫ মে থেকে একাধিক রাশির শুভ সময় শুরু হতে চলেছে। ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য। প্রায় ১ বছর পর সূর্য এই রাশিতে প্রবেশ করছে। তারফলে বহু রাশির ভাগ্যে অর্থ বর্ষণ আসন্ন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্যে সুসময় আসছে রাত পোহালেই।
2/7রাত পোহালেই ১৫ মে। আর এই ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। দীর্ঘ ১ বছর পর সূর্য প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। উল্লেখ্য, বৃষ রাশির স্বামীগ্রহ শুক্র হলেন ধন ও বৈভবের কারক। শুক্রের রাশিতে সূর্যের প্রবেশের ফলে একাধিক রাশি হতে চলেছে লাভবান। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এতে লাভবান হবে।
3/7কর্কট- সূর্যের গোচরে মনের সমস্ত ইচ্ছা পূরণ হতে থাকবে। সমাজের উচ্চ পদস্থ লোকজনের সঙ্গে সাক্ষাত হবে। বন্ধুদের থেকে বহু ধরনের লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে আপনার সময় দারুন ভালো কাটবে।
4/7সিংহ- সিংহ রাশির স্বামীগ্রহ হল সূর্য। আর সূর্যের কৃপা বহু রাশির ওপর পড়তে থাকবে। কেরিয়ারে এই সময় দারুন উন্নতি হবে। নিজের কাজে ফোকাস করলে দারুন লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। ধনলাভ হবে। আপনার ব্যক্তিত্ব অনেককে আকর্ষণ করবে। অফিসে প্রমোশন আসবে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/7কন্যা- এই সময় পেতে পারেন কোনও পদ। পেতে পারেন সম্মান। চাকরিতে হতে পারে বদলি। ধর্ম ও কর্মে হবে রুচি। কোনও যাত্রায় যেতে পারেন। কোনও সামাজিক কাজে থেকতে পারেন সক্রিয়। কোনও একটি কাজে আপনি দারুন সাফল্য পাবেন।
6/7কুম্ভ- সূর্যের গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুন ভালো ফল দেবে। প্রাইভেট ফার্মে যাঁরা চাকরি করছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসাতেও হবে লাভ। নতুন গাড়ি নিতে পারেন। কোনও বাড়ি কেনার বিষয়েও বেশ বড় পদক্ষেপ হতে পারে। পড়ুয়াদের জন্যও এই সময়কাল খুবই ভালো।
7/7মীন- মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল খুবই শুভ। কেরিয়ারে বড়সড় লাভ পেতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসাকে বিস্তার করতে পারবেন। কোনও আইনি মামলায় আপনার পক্ষে আসতে পারে রায়। কোথাও বেড়াতে গেলে পাবেন লাব। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)