Sun Transit on Makar Sankranti 2023: দিনকয়েক পরেই সূর্যের রাশি পরিবর্তন হবে। মকর সংক্রান্তির দিন এবার সূর্যের গোচর হওয়ায় মাহাত্ম্য আরও বেশি হতে চলেছে। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5মকর সংক্রান্তিতে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য। পরবর্তী এক মাস ওই মকর রাশিতেই থাকবেন। তার ফলে চাকরিতে উন্নতির যোগ আছে চারটি রাশির জাতকদের। ভাগ্যের সহায়তা মিলবে।
2/5বৃষ রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। আর্থিক দিক থেকে ভাগ্যের সহায়তা মিলবে। হাতে কাঁচা টাকা আসবে। মকর সংক্রান্তির দিন থেকে কর্মজীবনে উন্নতি হতে চলেছে। সমাজে মান-সম্মান বাড়বে।
3/5মিথুন রাশি- মকর রাশিতে সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতকদের জীবনে পরিবর্তন আসতে চলেছে। সূর্যের কৃপায় তাঁদের ভাগ্য চমকাবে। টাকার কোনও সমস্যা থাকবে না। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা কেটে যাবে। যাঁদের বিয়ে হয়ে গিয়েছে, তাঁদের জীবন সুখকর হবে। যাঁরা অবিবাহিত, তাঁদের কেউ প্রপোজ করতে পারেন।
4/5সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে মকর সংক্রান্তি থেকে পরবর্তী এক মাসে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। হাতে টাকা আসবে। আচমকা সেই অর্থ মিলতে পারে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি হবে। সার্বিকভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মকর রাশি- মকর সংক্রান্তিতে মকর রাশিতেই সূর্যের গোচর (Surya Gochar 2023) হতে চলেছে। যা মকর রাশির জাতকদের জন্য অভূতপূর্ব সময় হতে চলেছে। চাকরিতে ভালো ফল মিলবে। অ্যাপ্রাইজালের ঠিক আগে আপনি যে ভালো কাজ করবেন, তাতে কেরিয়ারে বড় লাফ দিতে পারেন। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মকর রাশির জাতকরা।