শাস্ত্রের মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময় খুবই শুভ হয়। এই ৫ দিনকে মূলত ভীষ্ম পঞ্চক বলা হয়। এছাড়াও শাস্ত্র অনুসারে কার্তিক পূর্ণিমারও বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। ২০২৪ সালের কার্তিক পূর্ণিমার সময়ই শুভ পদ্মক যোগ তৈরি হচ্ছে। চলতি বছরে কার্তিক পূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর। সেই সময়ই চন্দ্র ও সূর্যদেবের বিশেষ অবস্থানের ফলে তৈরি হচ্ছে পদ্মক যোগ।
এই শুভ পদ্মক যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে আর সূর্য থাকবে বিশাখা নক্ষত্রে। এই সংযোগের ফলে শনিও মার্গী হবে। যার প্রভাব বহু রাশিতে সুখের জোয়ার আনবে।
মেষ
সব কাজে কয়েক গুণ বেশি লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের একবার শুরু হবে। পদ্মক যোগের ফলে সমাজে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসবে মান সম্মানের জোয়ার। যাঁরা কর্মরত, তাঁরা পাবেন লাভ। উন্নতির সঙ্গে সঙ্গে বাড়বে বেতনও। স্বাস্থ্যও ভালো থাকবে। পরিবারে ভালো সময় কাটবে।
মিথুন
যে পরিশ্রম এই সময় করবেন, তার ফল পেতে থাকবেন। আপনার অন্দরে সাহস আর আত্মবিশ্বাস প্রতিফলিত হবে। কেরিয়ারে সব দিক থেকে ব্যাপক লাভ হতে থাকবে। আপনার সব কাজের বিপুল প্রশংসা হবে। ব্যবসার বিষয়ে কিছুটা ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। ঋণ নিতে আর দিতে সাবধান। প্রেম জীবন ভালো কাটবে।
কন্যা
এই সময় নানান দিক থেকে খুশি আসবে। যাঁরা চাকরির বদলের চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। আপনাকে উন্নতির সঙ্গে সঙ্গে কোনও বড় দায়িত্বও দেওয়া হতে পারে। ব্যবসার দিক থেকে বিপুল লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে। সমাজে মান সম্মান বাড়তে পারে। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকতে পারে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)