Surya and Shani Yuti 2023 Astrology: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। শনিকে কর্মফলদাতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আজ থেকে কুম্ভ রাশিতে ওই দুই গ্রহের যুতি তৈরি হয়েছে। অর্থাৎ একই রাশিতে অবস্থান করছেন দুই গ্রহ। যে যুতি ৩০ বছর পরে তৈরি হয়েছে। তার ফলে কোন কোন রাশির জাতকদের লাভ হবে, তা দেখে নিন -
1/4আজ কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন সূর্য। যে রাশিতে গত ১৭ জানুয়ারি থেকেই অবস্থান করছেন শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে ওই দুটি গ্রহের যুতি তৈরি হয়েছে। ওই যুতির ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।
2/4তুলা রাশি- কুম্ভ রাশিতে সূর্য এবং শনির যুতির ফলে তুলা রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। তুলা রাশির যে স্থানে ওই যুতি তৈরি হয়েছে, তাতে কেরিয়ারের দিক থেকে দিক থেকে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ আছে। পড়ুয়াদের সামনে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে। প্রেমজীবন ভালো কাটবে।
3/4কুম্ভ রাশি- কুম্ভ রাশিতেই সূর্য এবং শনির যুতি তৈরি হয়েছে। যা কুম্ভ রাশির জাতকদের কাছে লাভজনক হচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যা কেটে যাবে। দীর্ঘদিন ধরে কোনও রোগ থাকলে তা কেটে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আয়ের নিরিখে কুম্ভ রাশির জাতকদের জন্য এটা ভালো সময়। অবিবাহিতরা কুম্ভ রাশির জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।
4/4বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির যে স্থানে শনি এবং সূর্যের যুতি তৈরি হতে চলেছে, তা পারিবারিক সুখের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। পারিবারিক জীবন সুখকর হয়ে উঠবে। যাঁরা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এই সময় কিনতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্জ মজবুত হবে।