জ্যোতিষশাস্ত্র অনুসারে,রাজা সূর্যদেবকে গ্রহদের রাজা আর ন্যায়ের অধিপতি হিসাবে শনিকে মনে করা হয়। ধার্মিক বিধি বলে, সূর্যদেব শনিদেবের পিতা হন। তবে পিতা পুত্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। তারফলে বহু ধরনের প্রভাব পড়ে থাকে, জাতক জাতিকাদের ওপর। সূর্য ও শনিদেব কাছাকাছি আসতে চলেছেন খুব শিগগিরই। তারফলে তৈরি হচ্ছে যুতি। কুম্ভ রাশিতে এই গ্রহের যুতি তৈরি হবে। তার প্রভাব ১২ রাশিতে পড়তে চলেছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বেশ কয়েকটি বিশেষ রাশিতে। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখা যাক।
মেষ
এই সময় আপনার আয় দ্রুত হারে বৃদ্ধি পাবে। আমদানি ভালো হবে। যদি কোনও ক্ষেত্রে টাকা লাগান, তাহলে তার থেকে মুনাফা ভালো হবে। চাকরিতে প্রমোশন হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই সুবিধার হবে। শেয়ার বাজার, লটারি, সাট্টার ক্ষেত্রে লাভের মুখ দেখতে চলেছেন এঁরা। ব্যবসায়ীরা ভালো ডিল পেতে পারেন। এঁদের ওপর শনির কৃপা বর্ষণ হবে।
বৃষ
চাকরিরতদের প্রমোশনের দারুন সুযোগ আসবে। বেতন বৃদ্ধি হতে পারে চাকরিরতদের। কর্মস্থলে আপনার বস থেকে সিনিয়র সকলেই আপনার বিশাল প্রশংসা করবেন। মান সম্মান বাড়তে থাকবে। ব্যবসায়ীদের বিপুল মুনাফা হবে। বেকারত্বে যাঁরা ভুগছেন তাঁরা এই সময় চাকরির খোঁজ করলেই পাবেন বিপুল লাভ। এই সময় ভালো চাকরি পাবেন। পরিবারের পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে। সংসারে আনন্দ থাকবে।
সিংহ
আসন্ন বছর আপনাদের জন্য দারুন লাকি প্রমাণিত হবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যবসা অনেকের জন্যই খুবই লাভদায়ী হবে। বিবাহিতদের জন্য এই সময় ভালো কাটবে। জীবনসঙ্গীর যোগ্য সঙ্গত মিলবে। যাঁরা সিঙ্গল, তাঁরা পাবেন বিপুল লাভ। যাঁরা অবিবাহিত, তাঁরা পাবেন বিয়ের প্রস্তাব। সব মিলিয়ে দারুন কাটবে সময়। স্বাস্থ্যও ভালোর দিকে যাবে।
কবে এই যোগ রয়েছে?
২০২৫ সালের শুরুতেই সূর্য ও শনি একে অপরের কাছে আসতে চলেছেন। সূর্য, এখানে শনিদেবের সঙ্গে যুতি তৈরি করবেন। এই যুতি কুম্ভ রাশিতে তৈরি হবে। আগামী বছরের শুরুতেই এই যুতি থাকায়, বহু রাশিতে দুর্দান্ত লাভ হবে। আর তাদের মধ্যে উপরোক্ত রাশিগুলির নাম রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)