১৪ এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেছেন। এক মাস ধরে সূর্যদেব মেষ রাশিতে বিরাজমান থাকবেন। সূর্যদেব সকল গ্রহের রাজা। সূর্যদেবের শুভ থাকলে ব্যক্তির ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে, আর অশুভ থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। চলুন জেনে নেওয়া যাক, মেষ রাশিতে সূর্যদেবের অবস্থান কোন কোন রাশির জন্য শুভ হবে।
মেষ রাশি- এক মাস ধরে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্যদেবের বিশেষ কৃপা থাকবে। ব্যবসায়িক সাফল্য অর্জন হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। ঘরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের ফলে সুখ-শান্তি আসবে। আয় বৃদ্ধি পাবে। সুখ-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন।
মিথুন রাশি : চাকরি-ব্যবসায় উন্নতি হবে। ব্যবসায় লাভ হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ সময়। চাকরিজীবীদের পদোন্নতি বা প্রমোশনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যাবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে। প্রেম-সম্পর্কে মধুরতা আসবে। নতুন আয়ের উৎস থেকে অর্থ লাভ হবে।
সিংহ রাশি : সিংহ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। মা লক্ষ্মীর কৃপায় সকল কাজ সফল হবে। অর্থ আগমনের নতুন পথ সৃষ্টি হবে। ভৌতিক সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখময় থাকবে। কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাওয়া যাবে। পরিজনদের সহযোগিতা পাওয়া যাবে। সকল কাজে ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। সাফল্যের উৎসব পালন করবেন।
তুলা রাশি- এক মাস ধরে তুলা রাশির জাতক-জাতিকারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। আইনি বিষয়ে জয়ী হওয়া যাবে, তবে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। ভাই-বোনের সাথে বিবাদ হতে পারে। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। ভাগ্য সহায়তা করবে এবং সকল কাজ সফল হবে।
বি.দ্র: এই লেখায় প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য ও নির্ভুল বলে আমরা দাবি করছি না। বিস্তারিত ও অধিক তথ্যের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
(এই প্রতিবেদন এআই জেনারেটেড।)