ঠিক এক বছর পর আগামী ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য। তারফলে বহু রাশিতে নানান ধরনের লাভ আসতে পারে। আগামী ১৫ মে সূর্যের বৃষ রাশিতে প্রবেশের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের তেজের প্রভাবে একাধিক রাশি প্রভাবিত হয়। তার জেরেই বহু রাশির ভাগ্যে আসে রবির চমক। পাল্টে যায় কেরিয়ার। আগামী ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য। তার ফলে সুপ্রভাব ও কুপ্রভাব ১২ রাশির বেশ কয়েকটিতেই প্রকটভাবে পড়বে।
2/6ঠিক এক বছর পর আগামী ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য। তারফলে বহু রাশিতে নানান ধরনের লাভ আসতে পারে। আগামী ১৫ মে সূর্যের বৃষ রাশিতে প্রবেশের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
3/6কর্কট- ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা। আর তার সময় শুরু হয়ে গিয়েছে এখন। এঁদের জীবনে কয়েক ধরনের পরিবর্তন আসতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে নজর দিতে হবে। সমাজে মান, সম্মান, প্রতিষ্ঠা বাড়বে। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে।
4/6কন্যা- ব্যবসায়ে এই সময় দারুন লাভ পেতে পারেন। ব্যবসায়ে অপার লাভ পেতে পারেন। তবে সমস্ত দিকে সাফল্য পেতে, অহেতুক লড়াই, ঝগড়া থেকে সরে আসুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6সিংহ-কর্মস্থলে আপনার কাজের অপার প্রশংসা হবে। উচ্চ আধিকারিকরা আপনার কাজে মুগ্ধ হবেন। ধনলাভের সম্পূর্ণ একটি যোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবেন। লগ্নি করার পরিকল্পনা থাকলে পাবেন উপকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6কুম্ভ- মনের মতো সময় এই সময়কালে কাটাতে পারবেন। সমাজের বিভিন্ন দিক থেকে মান সম্মান ধন প্রাপ্তি হতে পারে। ইচ্ছা পুরণের জন্য সমস্ত রকমের সুযোগ পাবেন। চাকরিরতরা পাবেন পদোন্নতি, হবে বেতন বৃদ্ধি। ব্যবসায়ীরা অপার লাভ পাবেন। (এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)