জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে ১৫ ডিসেম্বর হতে চলেছে সূর্যের গোচর। তারপর থেকেই শুরু হয়ে যাবে খরমাস। এই সময়কালে সূর্য, প্রবেশ করবেন ধনু রাশিতে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। সূর্যদেব এই রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এরফলে কারা কারা লাভ পাবেন? দেখে নিন।
মিথুন
সূর্য সপ্তমভাবে রয়েছে। জাতক জাতিকাদের ব্যাপক লাভ হবে এই সময়। কোনও কাজ যা দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, আর তাতে আপনার চেষ্টা বা পরিশ্রম যদি থাকে, তাহলে তা সফল হবে। কেরিয়ারের দিক থেকে খুবই লাভ মিলতে পারে। বেতন বৃদ্ধি প্রমোশন হতে পারে। ব্যবসার বিষয়ে কথা বলতে গেলে, কোথাও গেলে আপনি বিপুল লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনি যোজনার দ্বারা প্রচুর লাভ পেতে পারেন। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
সিংহ
দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন এই সময়ে সম্পন্ন হবে, তেমনই ধন সম্পত্তির বৃদ্ধিও হতে পারে এই সময়। এই রাশির জাতক জাতিকারা অতিমাত্রায় ধন সম্পত্তি রোজগার করতে পারেন কোথাও যাত্রা করে। কেরিয়ারের দিক থেকে যদি আপনি ধন সম্পত্তি রোজগার করেন, তাহলে লাভ হবে। আপনার ক্ষমতার ওপর নির্ভর করে খুব লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে থাকতে হবে। আপনি টাকার সঞ্চয় বাড়াতে পারেন এই সময়।
কুম্ভ
সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করলেই তা লাভদায়ী হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। অনেকের আস্থা, বিশ্বাস জিতে নেওয়ার সময় এসে গিয়েছে। কোনও ভালো চাকরির সুযোগ আসতে পারে। একইসঙ্গে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আপনি খুব লাভ পেতে পারেন চারিদিক থেকে। ব্যবসার ক্ষেত্রে নতুন অর্ডার পেতে পারেন। এরইসঙ্গে আপনি আরও লাভ পাবেন। আর্থিক পরিস্থিতির কথা বললে, আপনি ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পেতে পারেন। আপনি খুবই ধন সম্পত্তি রোজগার করবেন এই সময়ে। আর্থিক পরিস্থিতির কথা বললে, আপনার পরিস্থিতি ভালোর দিকে যাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
কবে রয়েছে গোচর:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ১৫ ডিসেম্বর ২০২৪ সালে, ৯ টা ৫৬ মিনিটে ধনু রাশিতে গোচর করবেন সূর্য। এই রাশিতে সূর্য ১৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবেন। গুরুর রাশিতে সূর্যের প্রবেশের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )