বৈদিক শাস্ত্র অনুসারে ১৬ নভেম্বর রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব। সূর্যদেব প্রবেশ করবেন বৃশ্চিকে। ১৬ নভেম্বর সকাল ৭ টা ৩২ মিনিটে সূর্যদেব প্রবেশ করবেন বৃশ্চিকে। এই গোচরের ফলে সূর্যের ওপর শনির সোজাসুজি দৃষ্টি পড়বে। দেখা যাক, কোন কোন রাশি এই সূর্যের গোচরে ভাগ্যবান হবেন।
বৃষ
বৃশ্চিকে সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। বৃষ রাশির জাতক জাতিকারা তাঁদের মধ্যে একজন। ব্যবসায় বিপুল লাভ হবে। কোনও প্রজেক্টে বহুদিন ধরে যাঁরা কাজ করছেন, তাঁদের কাজে আসবে সাফল্য। চাকরিরতরাও ভালো সময়ের মুখ দেখবেন। দাম্পত্য জীবন ভরে উঠবে।
কর্কট
যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য দৌড়ে আসবে। কাউকে ঋণ দিয়ে থাকলে সেই টাকা আসবে ফেরৎ। বেকাররা চাকরিত পেতে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে।
বৃশ্চিক
সূর্যের কৃপা আপনাদের সকলের ওপর পড়বে। আপনার পদ আর প্রতিষ্ঠাতে উন্নতি দেখা যাবে। সরকারি ক্ষেত্রে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে তাতে সাফল্য পেতে পারেন। ধন সম্পত্তির বর্ষণ হবে। চাকরিতে পদোন্নতি হবে। স্বাস্থ্য নিয়ে যাঁরা ভুগছেন, তাঁরা পাবেন রেহাই। স্বাস্থ্য় ভালো হবে।
মকর
কোনও কাজ যা অসম্পূর্ণ থেকে গিয়েছে, তা সম্পন্ন হবে এবার। চাকরিরতদের পদোন্নতি হবে। কর্মস্থলে কাজের সূত্রে আপনি পদোন্নতি পাবেন। ছাত্রদের জন্য এই সময় খুব ভালো। ব্যবসার জন্য খুবই ভালো সময় কাটবে। ব্য়বসায় উন্নতি হবে। ভালো মুনাফা কামানোর সুযোগ পাবেন। শেয়ার মার্কেটে টাকা লাগালো তা ভালো হবে।
কুম্ভ
এই সময়টি ব্যবসার দিক থেকে উন্নতি করবে। যদি নতুন বাড়ি গাড়ি কিনতে চান, তাহলে সময় ভালো। যাঁরা অনেক দিক থেকে চাকরি খুঁজছেন তাঁরা পাবেন লাভ। পরিবারে আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য ভালো হবে। যাঁরা নিজের মনের মতো চাকরিতে ট্রান্সফারের অপেক্ষা করছেন তাঁদের ভাগ্য খুলবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)