সোমবার ১৫ মে সূর্যের গোচরের ফলে বহু রাশিতে শুভ সময় শুরু হয়েছে। তবে প্রশ্ন হল, এই শুভ সময় কতদিন ধরে চলতে থাকবে? জানা যাচ্ছে, ১৪ জুন পর্যন্ত এই রাশিগুলিতে থাকবে শুভ প্রভাব।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গোচরের প্রভাব একাধিক রাশিতে পড়তে চলেছে। সদ্য ১৫ মে গোচর হয়েছে সূর্যের। তারফলে একাধিক রাশিতে তার প্রভাব পড়তে চলেছে। সূর্যের এই গোচর কোন কোন রাশির জাতক জাতিকার জন্য লাভদায়ক হবে , তা দেখে নেওয়া যাক।
2/6সোমবার ১৫ মে সূর্যের গোচরের ফলে বহু রাশিতে শুভ সময় শুরু হয়েছে। তবে প্রশ্ন হল, এই শুভ সময় কতদিন ধরে চলতে থাকবে? এই গোচরের ফলে বহু রাশি বিভিন্ন দিক থেকে লাভবান হবেন। আর্থিক উন্নতি থেকে সামাজিক উন্নতির রূপ দেখতে চলেছে এই রাশিগুলি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভ কতদিন পর্যন্ত থাকবে।
3/6কর্কট- সূর্যের বৃষ রাশিতে প্রবেশ করে গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খপবই শুভ। প্রভাবশালীদের সঙ্গে কথা বার্তায় জীবনে পজিটিভ প্রভাব পড়বে। নতুন কিছু কিনতে পারেন, বিবাহ আসবে সাফল্য। সঙ্গীর সঙ্গে আনন্দ উপভোগ করবেন। অফিসে সিনিয়রদের সান্নিধ্য সমর্থন পাবেন। তাতে আপনার আর্থিক ভাগ্যে ভালো হবে।
4/6সিংহ-জীবনের নানান দিক থেকে আপনি হবেন লাভবান। সরকারি চাকরির খোঁজে যাঁরা রয়েছেন, তাঁরা পাবেন উপকার। প্রাইভেট সেক্টরে যাঁরা কর্মরত তাঁরা কোনও দায়িত্ব খুব ভালোভাবে প্রতিপালন করবেন। আর তাতে সাফল্য পাবেন। আপনার জীবন খুব প্রসিদ্ধ হতে থাকবে। শত্রু নাশ হবে। আর্থিক দিক দিয়ে উন্নতি নিশ্চিত।
5/6ধনু- কোনও জটিল আইনি মামলায় আপনি পেতে পারেন লাভ। রোজগারে দারুন ভালো সাফল্য পাবেন। পেশার দিক থেকে দারুন সমস্ত লাভ পাবেন। কোনও জায়গায় টাকা আটকে থাকলে, তা পেতে পারেন। ঋণ কাউকে দিয়ে থাকলে তা পাবেন। এই সময়কাল চাকরির খোঁজ যাঁরা করছেন,তাঁরা পাবেন লাভ। এই গোচর জাতক জাতিকাদের পিজিটিভ প্রভাব দেবে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
6/6মীন- মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে দারুন ভালো লাভ হবে। কেরিয়ারে নতুন নতুন উচ্চতায় যেতে পারবেন আপনারা। আইনি মামলায় আপনি জিতে যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা শিক্ষা ক্ষেত্রে পাবেন প্রবল লাভ। প্রেম রোম্যান্সে ভরে থাকবে সময়। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)