ধনু রাশি থেকে বেরিয়ে সূর্যদেব এই গোচরে দিন একাধিক রাশিতে শুভফল দিতে আরম্ভ করবেন। এর প্রভাব সুদূরপ্রসারী। কোন কোন রাশি এরফলে শুভ সময়ের ফল পাবে, জেনে নেওয়া যাক। দেখা যাক বিশেষ ৪ রাশিকে যার জাতক জাতিকারা, অর্থ, সম্পত্তিতে প্রাচুর্যের অধীনে থাকবেন।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশিতে সুসময় দেখা যেতে চলেছে আসন্ন দিনে। এবার সূর্য প্রবেশ করতে চলেছে মকর রাশিতে। মকর সংক্রান্তির সময়কালে এই মকরে সূর্যের প্রবেশের ফলে একাধিক ভালো সময়ের শুভ ফল দেখা যেতে পারে বিশেষ কয়েকটি রাশিতে।
2/6জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী ১৪ জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন। সেই দিনই পড়ছে মকর সংক্রান্তি। ধনু রাশি থেকে বেরিয়ে সূর্যদেব এই মকরে প্রবেশের দিন একাধিক রাশিতে শউভফল দিতে আরম্ভ করবেন। এর প্রভাব সুদূরপ্রসারী। কোন কোন রাশি এরফলে শুভ সময়ের ফল পাবে, জেনে নেওয়া যাক। দেখা যাক বিশেষ ৪ রাশিকে যার জাতক জাতিকারা, অর্থ, সম্পত্তিতে প্রাচুর্যের অধীনে থাকবেন।
3/6মেষ-সময় ভালো কাটবে। সাবধানে সিদ্ধান্ত নিন। সাবধানে থাকুন। সমস্ত ইতিবাচক ভাবনাকে মনে জায়গা দিন। উন্নতির রাস্তা দেখতে পাবেন। সাফল্য পাবেন কেরিয়ারে। প্রেমে বেশি সময় দিলে সাফল্য কম হবে কেরিয়ারে। উল্টে পেতে পারেন প্রেমে বড় ধাক্কা। কর্মসংস্থানের আশায় যাঁরা রয়েছেন তাঁরা পরিশ্রম করে পাবেন সাফল্য।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6মিথুন-যে কাজে হাত দেবেন তার প্রথমে কিছুটা বাধা আসতে পারে। তবে পরে পাবেন সাফল্য। বহুদিনের রোগভোগ থেকে পাবেন মুক্তি। পরিবারে আনন্দের বাতাবরণ থাকবে। মান সম্মান বাড়তে থাকবে। পারিবারিক সুখ সুবিধা বাড়তে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6কর্কট-কোনও শুভ সংবাদ পাবেন। সঠিক সময় চিনে নিয়ে সেই সময় করে ফেলুন সাফল্যমণ্ডিত কাজ। দাম্পত্য প্রেমে আসবে নতুন সুখ। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকজন পাবেন নতুন সাফল্যের দিশা। (ছবিটি প্রতীকী ছবি।)
6/6মীন-সূর্যের গোচর আপনাদের জন্য শুভ সংবাদ নিয়ে আসবে। আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। নতুন কোনও কাজের শুরু করতে পারবেন আপনারা। সাবধানে থাকুন। তাড়াহুড়োতে কোনও কাজ করবেন না। কোনও কাজ নিয়ে সম্ভবের অধিক পরিশ্রম করবেন না। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)