১৯৯৫ সালের পর এইবারই প্রথম কালীপুজোর পরদিন পড়ছে স... more
১৯৯৫ সালের পর এইবারই প্রথম কালীপুজোর পরদিন পড়ছে সূর্যগ্রহণ। কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়ে সূর্যগ্রহণের কুপ্রভাব খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হবে
1/14বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই বছরের সূর্যগ্রহণ খুবই বিরল এক সময়ের কথা মনে করিয়ে দেয়। একই পক্ষের মধ্যে কম সময়ের ফারাকে চন্দ্র ও সূর্যগ্রহণের এমন ঘটনা বেশ বিরল। ২৭ বছর পর দীপাবলির পরদিন রয়েছে সূর্যগ্রহণ। এমন পরিস্থিতিতে একাধিক রাশির জাতক জাতিকাদের সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (MINT_PRINT)
2/14 ১৯৯৫ সালের পর এইবারই প্রথম কালীপুজোর পরদিন পড়ছে সূর্যগ্রহণ। কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়ে সূর্যগ্রহণের কুপ্রভাব খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হবে। (ছবি সৌজন্য এএফপি) (MINT_PRINT)
3/14মেষ- ২৫ অক্টোবর সূর্যগ্রহণের দিন সাবধানে চলাফেরা করুন। কথায় বার্তায় সংযত হোন। নিজের কর্মজীবনের দিকে খেয়াল রাখুন। (MINT_PRINT)
4/14বৃষ- অনেক বেশি খরচা বাড়বে। কোথাও যাতায়াত করবেন না। বিপত্তি এড়িয়ে চলতে গেলে সতর্ক হোন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (MINT_PRINT)
5/14মিথুন- পরাবারিক জীবনে সমস্য়া হতে পারে। ঝগড়া ঝাঁটি লেগে থাকতে পারে। আর্থিক পরিস্থিতিতে পড়বে সূর্যগ্রহণের প্রভাব। ফলে আর্থিক পরিস্থিতি আগের থেকেও খারাপের দিকে যেতে পারে। (MINT_PRINT)
6/14কর্কট- সূর্যগ্রহণের সময় কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সজাগ হতে হবে। কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। তবে যে কাজই করুন না কেন, তা ভালোর দিকে যাবে। (MINT_PRINT)
7/14সিংহ- চাকরিতে উন্নতি আর ধনলাভের যোগ রয়েছে। তবে পরিজনের সঙ্গে বিবাদ হতেই পারে। সাবধান হোন। কোথাও কোনও মিথ্যা কথা বলার জন্য ফেঁসে যাতে না যান, তার দিকে খেয়াল রাখতে হবে। তবে আর্থিক দিক থেকে কোনও চিন্তা নেই। (MINT_PRINT)
8/14কন্যা-কারোর সঙ্গে ঝগড়া করার থেকে বিরত থাকুন। সূর্যগ্রহণের সময়কাল খুব একটা ভালো নয় আপনাদের জন্য। কেই যদি এসে ঝগড়া বাঁধাতে চান, জেনে বুধে তাঁর থেকে দূরে থাকুন। এতে বিপত্তি কমবে আপনারই। এতে সমস্যা কম হবে। (MINT_PRINT)
9/14তুলা- মানসিক সমস্যা চলবে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। গ্রহণের সময় বেশ কয়েকটি মন্ত্রের জপ যদি করতে পারেন, তাহলে তা সুফল দান করবে। মানসিক পরিস্থিতি যাতে আগের চেয়ে ভালো থাকে, তার দিকে খেয়াল রাখুন। (MINT_PRINT)
10/14বৃশ্চিক- বেশি খরচের হাত থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মুক্ত থাকতে হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে বাদানুবাদ চলতে পারে। সমস্ত দিক থেকে সতর্ক হয়ে কাজ করে চলুন, বিপদে পড়বেন না। (MINT_PRINT)
11/14ধনু- সূর্যগ্রহণের ফলে ধনু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে কৃপা লাভ করতে পারবেন। উন্নতির রাস্তা খুলে যেতে থাকবে। এই সময় আকস্মিকভাবে টাকা আসতে থাকবে। যা আপনার মেজাজকে ভালো রাখবে। (MINT_PRINT)
12/14মকর- পরিজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সকলের শরীর যেন ভালো থাকে সেই দিকটির দিকে নজর রাখুন। রোজগারের দিক থেকে সমস্যা আসতে পারে। ফলে বুঝে শুনে পদক্ষেপ করুন। (MINT_PRINT)
13/14কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যগ্রহণের প্রভাব খুবই কষ্টের হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এতেই আসবে সুখ স্বাচ্ছন্দ্য। ভালো রাখুন স্বাস্থ্য। File Photo: PTI) (MINT_PRINT)
14/14মীন- সূর্যগ্রহণের ফলে কারোর ধনলাভ হবে। কারোর আর্থিক ক্ষতির পরিমাণ বাড়তে পারে। উন্নতির নানান রাস্তা খুলে যাবে। তবে পেটের সমস্যা থেকেই যাবে। খেয়াল রাখুন নিজের। (এই তথ্য মান্যতা নির্ভর। এই তথ্য নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (MINT_PRINT)