কয়েকদিন পরেই রাশি পরিবর্তন করবেন সূর্য, মঙ্গল এবং শুক্র। আগামী ১৫ মে বৃষ রাশিতে গোচর হবে গ্রহের রাজা সূর্যের। দু'দিন পর মীন রাশিতে প্রবেশ করবেন মঙ্গল গ্রহ। তারপর মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্য। তার ফলে বিভিন্ন রাশির জাতকদের উপর বিভিন্ন প্রভাব পড়বে। কোন কোন রাশির উপর কী প্রভাব পড়বে, তা দেখে নিন -
মেষ রাশি- আয় বাড়বে। খরচ বাড়বে। চাকরিতে বদলি হতে পারে। পরিবারের থেকে দূরে কোথাও যেতে হতে পারে।
বৃষ রাশি- আত্মবিশাসে পরিপূর্ণ থাকবেন। চিন্তিত থাকবেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। চাকরিতে কাজের দায়িত্ব বাড়তে পারে।
মিথুন রাশি- বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে পদোন্নতির সুযোগ আছে। গাড়ি কিনতে পারেন।
আরও পড়ুন: আগামী ১১ দিন অসাধারণ সময় কাটবে এই তিন রাশির জাতকদের, থাকছে সূর্যের আশীর্বাদ
কর্কট রাশি- মন সান্ত থাকবে। পরিবারে সুখ বাড়বে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
সিংহ রাশি- ব্যবসায় মনোযোগ বাড়বে। ব্যবসায় অর্থ লাভ হতে পারে। পড়াশোনায় আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষা সংক্রান্ত যাত্রায় যেতে পারেন।
কন্যা রাশি- মন শান্ত থাকবে। তবে কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে। চাকরিতে পরিবর্তনের যোগ আছে। অন্যত্র যেতে পারেন। কাজের দায়িত্ব বাড়বে।
তুলা রাশি- মন অশান্ত থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। কোনও সম্পত্তি থেকে লাভবান হবেন। তেমনই যোগ তৈরি হচ্ছে।
বৃশ্চিক রাশি- মন অশান্ত থাকবে। ধৈর্য কমে যাবে। সংযত থাকতে হবে। ধৈর্য কম যাবে। সংযত থাকতে হবে। নজর দিতে হবে বাবার স্বাস্থ্যের দিকে। ব্যবসার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
ধনু রাশি- ধৈর্য কমে যাবে। পরিবারে শান্তি থাকবে। বন্ধুর সহযোগিতা মিলবে। আয় বাড়তে পারে। নয়া দিগন্ত উন্মোচিত হবে।
মকর রাশি- মনে নৈরাশ্য থাকতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে পুরোপুরি নজর দিতে হবে। জীবনের ক্ষেত্রে বাধা আসতে পারে। লেখালেখি এবং গবেষণা সংক্রান্ত কাজে মান-সম্মান বাড়তে পারে।
আরও পড়ুন: Chandra Grahan 2022: বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়ছে! জেনে নিন তারিখ, সময় ও কী কী করণীয়
কুম্ভ রাশি- মন অশান্ত থাকবে। পরিবারে অকারণে বিবাদে জড়িয়ে পড়বেন না। চাকরিতে পদোন্নতির সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
মীন রাশি- মন ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। অত্যধিক দৌড়ঝাঁপ করতে হতে পারে। লাভ বাড়বে। যাত্রার কারণে খরচ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)