গ্রহদের রাজা সূর্য প্রতি মাসেই নিজের অবস্থান পরিবর্তন করেন। তারফলে একাধিক রাশিতে প্রভাব পড়ে। জ্যোতিষ মান্যতা অনুযায়ী সূর্যের অবস্থানের গুরুত্ব রয়েছে ভবিষ্যদ্বাণীতে। সূর্যকে মনে করা হয় আত্মার কারক। বর্তমানে সূর্য রয়েছে বিশাখা নক্ষত্রে। আসন্ন ১৯ নভেম্বর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। তারফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বিপুল পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৯ নভেম্বর ৩ টে ৩ মিনিটে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এই নক্ষত্র হল শনির নক্ষত্র। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন সূর্য। এই নক্ষত্রের স্বামী হলেন শনি, ফলে তার প্রভাব সব রাশিতেই পড়বে। তবে ৩ টি রাশি এতে বেশি লাভবান হবে।
বৃষ
ধনধান্য এই সময় ফুলে ফেঁপে উঠবে সংসারে। মা, বাবার স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। কোথাও পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে খুব লাভ পাবেন। সহকর্মীর সঙ্গে সময় ভালো কাটবে। বন্ধুদের সঙ্গ সব ক্ষেত্রে পুরো পাবেন। পরিশ্রমের ফল এবার পেতে শুরু করবেন। আপনার ওপর কিছু বড় দায়িত্ব অর্পিত করা হবে। ব্যবসাতেও বেশ কিছু লাভ পেতে পারেন। সব দিক থেকে লাভ পাবেন। পর্যাপ্ত ধনপ্রাপ্তি হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। স্বাস্থ্য ভালো হবে।
বৃশ্চিক
কেরিয়ারের দিক থেকে লাভ পাবেন। অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার ফলে এই রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কোনও নতুন চাকরির সুযোগ পেতে পারেন। এই সময় ভালো টাকা পয়সা পেতে পারেন। আপনার নিজের চাকরিতেও আরাম পাবেন। ব্যবসায় আপনার কৌশল ভালো হবে। আপনার কামাইয়ের রাস্তা নতুন করে খুলতে পারে। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। কোনও নতুন খুশি, আনন্দ পেতে পারেন।
কুম্ভ
কোথাও দীর্ঘ ছুটিতে বেড়াতে যেতে পারেন। কেরিয়ারের দিক থেকে ভালো লাভ হতে পারে। চাকরিতে প্রমোশন পেতে পারেন। সহযোগিতা পেতে পারেন সিনিয়র অফিসারদের। পেতে পারেন প্রমোশনও। এই সময় ভালো টাকা রোজগারের রাস্তা চওড়া হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে। সূর্যদেবের কৃপা বাড়তে পারে। দাম্পত্য জীবন আগের থেকে অনেক ভালোর দিকে যেতে পারে। সঞ্চয় বাড়বে। দাম্পত্যে ঝামেলা মিটবে।
( এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )