Surya Transit into Kumbh: সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। ১০ দিন পরেই গ্রহের রাজা সূর্যের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। সূর্যের কৃপায় কোন কোন রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে, তা দেখে নিন -
1/6আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। কুম্ভ রাশিতে প্রবেশশ করবেন সূর্য। গ্রহের রাজা সূর্যের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। ওই রাশির জাতকদের ভালো সময় শুরু হবে কয়েকটি রাশির জাতকদের।
2/6মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মাঘ মাসের সংক্রান্তিতে সূর্যের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধনলাভ হতে চলেছে। আর্থিক অবস্থা ভালো হবে। বাবার সহযোগিতা মিলবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাঁদের প্রশংসা লাভ করবেন মেষ রাশির জাতকরা।
3/6মিথুন রাশি- মাঘ মাসের সংক্রান্তিতে সূর্যের রাশি পরিবর্তনের ফলে চাকরিতে অগ্রগতি হবে। আয় বাড়বে মিথুন রাশির জাতকদের। নয়া কাজ শুরুর জন্য এটা ভালো সময়। বন্ধুর সহযোগিতায় ধনপ্রাপ্তি হতে চলেছে। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে মিথুন রাশির জাতকদের।
4/6তুলা রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধির প্রশস্ত হবে। মাঘ মাসের সংক্রান্তিতে নয়া ব্যবসা শুরু করলে তাতে সাফল্য লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন কোনও কাজ শুরু করলে জীবনে সাফল্য মিলবে। তুলা রাশির জাতকদের পারিবারিক জীবন সুখকর হতে চলেছে।
5/6কুম্ভ রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিক্ষা সংক্রান্ত কাজে মনোযোগ বাড়বে। ব্যবসার বহর বাড়বে কুম্ভ রাশির জাতকদের। পরিবারিক সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসার অবস্থা ভালো হবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতকদের।
6/6মীন রাশি- মাঘ মাসের সংক্রান্তিতে সূর্যের গোচরের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চাকরির জন্য বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। বাবা-মায়ের থেকে আর্থিক সহায়তা মিলবে। পারিবারিক জীবন সুখকর হবে মীন রাশির জাতকদের। ব্যবসার বহর বাড়বে।