বাংলা নিউজ > ভাগ্যলিপি > বৃষের দৈনিক রাশিফল: রথযাত্রার দিনটা কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্য

বৃষের দৈনিক রাশিফল: রথযাত্রার দিনটা কেমন কাটবে আপনার? জানুন নিজের ভাগ্য

Taurus Horoscope Today: আজ বৃষ রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Taurus Horoscope Today: আজ বৃষ রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Taurus Horoscope Today: বৃষ রাশির জাতকদের আজ (শুক্রবার, ১ জুলাই) কেমন কাটবে, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। তাঁদের কেমন দিন কাটবে; প্রেমজীবন ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

বৃষ রাশি- মন প্রসন্ন থাকবে। কথাবার্তার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। লেখালেখি-গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফলাফল মিলবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কঠোর পরিশ্রমী হতে হবে। আয় বাড়বে। উচ্চপদ লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে।

 

রথযাত্রার পুণ্য তিথি

আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথদেব, তাঁর বোন শুভদ্রা, ভাই বলভদ্র রথে চড়ে তাঁদের মাসির বাড়ি যান। এই বিশেষ তিথিতে পুরীতে রথযাত্রা পালিত হয়। তিনটি আলাদা রথে চড়ে তাঁরা পুরীর গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন। এই বিশেষ তিথি পুণ্য লাভের জন্য প্রসিদ্ধ।

শুক্রবার (১ জুলাই) জগন্নাথদেবের গুন্ডিচা মন্দিরে প্রবেশের তিথি রয়েছে। দ্বিতীয়ার তিথিতে এই যাত্রার শুভারম্ভ হয়। দ্বিতীয়ার তিথি পড়ছে ৩০ জুন সকাল ১০.৪৯ মিনিটে। দ্বিতীয়ার তিথি শেষ হচ্ছে ১.০৯ মিনিটে ১ জুলাই।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন