বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lunar Eclipse 2022: বছরের শেষ চন্দ্রগ্রহণ তো মিটল! এবার অবশ্যই এই কাজগুলি করুন, না হলেই সমস্যা

Lunar Eclipse 2022: বছরের শেষ চন্দ্রগ্রহণ তো মিটল! এবার অবশ্যই এই কাজগুলি করুন, না হলেই সমস্যা

চন্দ্রগ্রহণ শেষ, এবার কী কী করবেন?

Lunar Eclipse 2022: চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর কিছু কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। জেনে নিন, কী কী করবেন এবার। 

ভারতে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হয়ে গেল। ৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ছিল এই দিন। চন্দ্রগ্রহণ এদিন দুপুর ২.৪১-এ শুরু হয়েছিল। আর শেষ হল সন্ধ্যা ৬.২০-তে। 

সারা পৃথিবী থেকেই মানুষ এদিন চন্দ্রগ্রহণ দেখেন। যদিও ভারতে শুরু হয় বিকাল ৫টা নাগাদ। প্রায় দেড় ঘণ্টা চন্দ্রগ্রহণ চলেছে। 

এবার দেখে নেওয়া যাক, চন্দ্রগ্রহণ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে। এবং চন্দ্রগ্রহণ হয়ে যাওযার পরে কী কী করতে বলা হয়েছে।

চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে একটি অশুভ ঘটনা বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, চন্দ্রগ্রহণের সময় যে ধরনের বিধিনিষেধ প্রয়োগ করা হয়, একই ভাবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরেও অনেক কিছুর ব্যবস্থা নেওযা প্রয়োজন বলে মনে করা হয়। নাহলে শুভর বদলে অশুভ ফল পাওয়া যেতে পারে। এমনই মত অনেকের। 

চন্দ্রগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কী কী করা উচিত?

১।  চন্দ্রগ্রহণ শেষ হলে স্নান করা উচিত। গ্রহন শেষ হওয়ার পর এই কাজটি করা আবশ্যক। এর পাশাপাশি গরিব মানুষ বা দুঃস্থদের কিছু দান করতে হবে। এছাড়াও, গ্রহণের সময়ে পরা জামাকাপড়গুলিও দান করতে পারেন। এতে আপনার নানা ধরনের সমস্যা কাটবে বলে মনে করা হয়।

২।  গ্রহন শেষ হওয়ার পরে, মন্দির পরিষ্কার করা উচিত। গঙ্গাজল দিয়ে ঈশ্বরের মূর্তি পরিষ্কার করতে হবে। যাঁদের বাড়িতে মন্দির আছে, তাঁদের এই কাজটি করা উচিত। ঠাকুর ঘরেও একই নিয়ম মেনে চলতে হবে। 

৩। গ্রহন শেষ হওয়ার পরে নিষ্ঠা নিয়ে ভগবানের পূজা করতে হবে। এমনই বলছে শাস্ত্র। 

৪। গ্রহন শেষ হওয়ার পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। তাতে গ্রহণের সময়ে ঘরে যে কুপ্রভাব পড়েছিল, তা কাটবে বলে মনে করা হয়। 

৫। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর ঘর পরিষ্কার করতে হবে। গ্রহন শেষ হওয়ার পরে পরেই ঘরে ঝাড়ু দিতে পারলে ভালো। তার সঙ্গে মেঝে মুছে দিতে পারলে আরও ভালো হয়। শাস্ত্রে বলা আছে, এটি করলে ঘরের নেতিবাচকতা দূর হয়। 

৬। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে, অন্তঃসত্ত্বাদের প্রথমে স্নান করা উচিত বলে জানানো হয়েছে শাস্ত্রে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তাঁরা এটি না করেন তবে সন্তানের ত্বকের সমস্যা হতে পারে।

বন্ধ করুন