বাংলা নিউজ > ভাগ্যলিপি > Janmashtami 2023: জন্মাষ্টমী নিয়ে আছে বিভ্রান্তি, ৬ না ৭ তারিখ কবে পালিত হবে জন্মাষ্টমী, জেনে নিন

Janmashtami 2023: জন্মাষ্টমী নিয়ে আছে বিভ্রান্তি, ৬ না ৭ তারিখ কবে পালিত হবে জন্মাষ্টমী, জেনে নিন

এবার জন্মাষ্টমী পালিত হতে যাচ্ছে ৬ ও ৭ সেপ্টেম্বর।

Janmashtami 2023: অষ্টমী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টে ৩৭ মিনিটের পর। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অষ্টমী তিথি হবে উদয় তিথি। রোহিণী নক্ষত্র শুরু হবে ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ২০ মিনিট থেকে। কবে পালন করা শুভ হবে জন্মাষ্টমী, জেনে নিন এখান থেকে।

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। এবার জন্মাষ্টমী পালিত হতে যাচ্ছে ৬ ও ৭ সেপ্টেম্বর। ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী ৬ সেপ্টেম্বর মধ্যরাতে পালিত হবে। একই সঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা ৭ সেপ্টেম্বর এই উৎসব পালন করবে। অষ্টমী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টে ৩৭ মিনিটের পর। একই সময়ে রোহিণী নক্ষত্র শুরু হবে সকাল ৯ টা ২০ মিনিট থেকে। রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি ৬ সেপ্টেম্বর থাকবে, তাই গৃহস্থরা এই দিনে জন্মাষ্টমী উৎসব পালন করবেন।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অষ্টমী তিথি হবে উদয় তিথি। এদিনও জন্মাষ্টমীর উৎসব পালিত হবে। তবে এদিন মধ্যরাতে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের কোনও সংযোগ হবে না। বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা ০৭ সেপ্টেম্বর এই উৎসব উদযাপন করবে। সেই সঙ্গে এবার জন্মাষ্টমীতে ঘটছে এক বিরল কাকতালীয় ঘটনা। রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ ৬ সেপ্টেম্বর গঠিত হবে। সর্বার্থ সিদ্ধি যোগ সারাদিন থাকবে। এই যোগে পুজো করলে শুভ ফল পাওয়া যায়।

জন্মাষ্টমীর উপবাসে, অষ্টমী থেকে উপবাস শুরু হয় এবং নবমী তিথিতে পারণ হয়। এই উপবাসের একদিন আগে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। উপবাসের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত দেবতাকে প্রণাম করে দিন শুরু করতে হবে। তারপর পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। হাতে জল, ফল ও ফুল নিয়ে উপবাসের ব্রত নিন। একটি কলস স্থাপন করুন। ভগবান কৃষ্ণ এবং মা দেবকীর মূর্তি বা একটি সুন্দর ছবি রাখুন। দেবকী, বাসুদেব, বলরাম, নন্দ, যশোদা ও লক্ষ্মীর নাম নিয়ে পুজো করুন। রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন এবং তাঁকে ভোগ নিবেদন করুন।

বন্ধ করুন