কার্যত মনের ইচ্ছা পূরণ করে মঙ্গলের এই গোচর বহু রাশিতে লাভের মুখ দেখিয়েছে। বহু রাশির ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দিয়েছে মঙ্গলের গোচর। কোন কোন রাশি এই মঙ্গলের গোচর থেকে উপকার পেয়েছে, দেখে নেওয়া যাক।
1/9গ্রহদের সেনাপতি মঙ্গলের গতিবিধিতে একাধিক সময়ে বহু রাশি লাভবান হয়েছে। সদ্য ১০ মে দুপুর ১ টা ৪৯ মিনিটে মঙ্গলের গোচর সম্পন্ন হয়েছে। যার ফলে বহু রাশিতে লাভের সময় শুরু হয়ে গিয়েছে। বর্তমানে কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। এরফলে বহু রাশির জাতক জাতিকরাই যা চেয়েছেন তেমনই জিনিস মনের ইচ্ছা মতো পাচ্ছেন।
2/9কার্যত মনের ইচ্ছা পূরণ করে মঙ্গলের এই গোচর বহু রাশিতে লাভের মুখ দেখিয়েছে। বহু রাশির ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দিয়েছে মঙ্গলের গোচর। কোন কোন রাশি এই মঙ্গলের গোচর থেকে উপকার পেয়েছে, দেখে নেওয়া যাক।
3/9মেষ- মঙ্গলের গোচর শিক্ষা ক্ষেত্রে ভালো রকমের লাভ দিচ্ছে মেষ রাশিতে। টাকা রোজগার আগের থেকে বেড়ে যাওয়ার কথা। কর্মক্ষেত্রে আপনার দাপট থাকবে। মা বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
4/9বৃষ- মঙ্গলের গোচরে বৃষ রাশির ভাগ্যে একাধিক লাভ আসছে। গাড়ি ও ভূমি কেনার ক্ষেত্রে সমস্ত ইচ্ছা পূরণ হবে। চাকরিরতদের জন্য এই সময়কাল খুব ভালো। অনেক চিন্তা ভাবনা দূর হবে।
5/9মিথুন- মঙ্গলের গোচরে সমস্ত ইচ্ছা হবে পূরণ। বিরোধীরা ব্যাকফুটে যাবে, যা আপনাকে স্বস্তি দেবে। মান সম্মান বাড়বে। শত্রুর প্রভাব আপনার ওপর পড়বে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/9কন্যা- আর্থিক সংকট থেকে দূরে থাকবেন আপনারা। নানান আর্থিক দুশ্চিন্তা মুছে যাবে। ব্যবসায়ে ভালো লাভ হতে থাকবে। চাকরিতে পরিবর্তন হবে। আর তা আপনার পক্ষে যাবে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন, যা আপনাকে উপকার দেবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/9তুলা- পারিবারিক সম্পর্ক আগের থেকে পাল্টাবে। সন্তানের উন্নতি হতে চলেছে। সম্মান বাড়বে এই তুলা রাশির জাতক জাতিকাদের। কিনতে পারেন জমি, বাড়ি। ব্যবসায় আগের থেকে সময় ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে, কাজে সাফল্য আসতে শুরু করবে।
8/9বৃশ্চিক- মঙ্গলের গোচরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একাধিক দিক থেকে লাভ আসতে চলেছে। যাঁরা চাকরিতে পরিবর্তন করতে চলেছেন, তাঁরা পাবেন উপকার। আমদানি আগের থেকে বাড়বে। ছাত্রদের জন্য এই সময়কাল খুবই ভালো।
9/9মীন-কর্কটে মঙ্গলের প্রবেশের ফলে একাধিক দিক থেকে লাভবান হবেন মীন রাশির জাতক জাতিকারা। বাড়বে আমদানি। বহুদিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন এই সময়ে। চাকরিতে বদল আসবে। বিদেশে যাঁদের যাওয়ার ইচ্ছা রয়েছে, তাঁরা পাবেন লাভ।(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)