কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলেছে নভেম্বর। সেই মাসের শুরুতেই বুধের রাশি পরিবর্তন হবে। নভেম্বরের মাঝামাঝি রাশি পরিবর্তন করবেন সূর্য।
গ্রহের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। আগামী মাসে তাঁদের টাকা সংক্রান্ত বিষয়ের জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে। জেনে নিন কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে -
১) মেষ - আগামী মাসে মেষ রাশির জাতকদের খরচ বাড়তে পারে। মাসের শুরুতেই আর্থিক অবস্থা জটিল হওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসের মাঝামাঝি সূর্যের রাশি পরিবর্তনের ফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে। নভেম্বরে কাউকে ধার দেওয়া বা কারও থেকে ধার নেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন।
২) মিথুন - নভেম্বরে মিথুন রাশির জাতকরা কয়েকটি জিনিস কেনাকাটি করতে পারেন। কিন্তু এই রাশির জাতকদের আর্থিক অবস্থা দুর্বল থাকবে। বৃশ্চিক রাশিতে গোচর করবেন মিথুন রাশির অধিপতি। তার ফলে ঋণ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারেন।
৩) ধনু - গ্রহের গোচরের কারণে আচমকা ধনু রাশির জাতকদের খরচ বেড়ে যাবে। মা এবং বোনের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। যাঁরা চাকরি করেন, সেরকম ধনু রাশির জাতকদের অবশ্য অর্থ লাভের সম্ভাবনা আছে।
৪) মীন - মীন রাশির অধিপতি বৃহস্পতি নভেম্বরে একাদশ ভাব থেকে বেরিয়ে দ্বাদশ ভাবে গোচর করবেন। বৃহস্পতির সেই অবস্থানের ফলে মীন রাশির জাতকদের আর্থিক দিক থেকে সমস্যার মুখে পড়ার সম্ভাবনা আছে। যাঁরা বিবাহিত, তাঁদের ছেলেমেয়ের উপর টাকা খরচ করতে হতে পারে। ঠিকঠাক কারণ ছাড়াই নভেম্বরে হাত থেকে অনেক টাকা বেরিযে যাওয়ার আশঙ্কাও আছে।