বাংলা নিউজ > ভাগ্যলিপি > প্রেম, দাম্পত্য জীবনে হবে সমস্যা - ২৪ মার্চ পর্যন্ত সতর্ক থাকতে এই রাশির জাতকদের

প্রেম, দাম্পত্য জীবনে হবে সমস্যা - ২৪ মার্চ পর্যন্ত সতর্ক থাকতে এই রাশির জাতকদের

রবিবার (৬ মার্চ) কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন বুধ।

আপনাকেও কি সতর্ক থাকতে হবে?

রবিবার (৬ মার্চ) কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন বুধ। আগামী ২৪ মার্চ পর্যন্ত সেখানেই থাকবেন। বুধের প্রভাবে সেইসময় পর্যন্ত যেমন কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন, তেমনই কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। বুধের প্রভাবে কোন কোন রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকতে হবে, তা দেখে নিন একনজরে -

বৃষ রাশি

১) মন অশান্ত থাকবে।

২) শিক্ষা সংক্রান্ত কাজে বাড়তি মনোযোগ দিতে হবে। 

৩) কোনও কাজে বাধা আসতে পারে।

৪) হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে।

৫) সন্তানের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। 

৬) নজর দিতে হবে নিজের স্বাস্থ্যের দিকেও।

৭) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে হবে। নাহলে প্রেম বা দাম্পত্য জীবনে সমস্যায় পড়ে যাবেন।

কর্কট রাশি

১) চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব মিলতে পারে।

২) শিক্ষা সংক্রান্ত কাজের প্রতি সচেতন থাকতে হবে।

৩) কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

৪) নজর দিতে হবে সন্তানের স্বাস্থ্যের দিকে।

৫) বন্ধুর সঙ্গে সময় কাটাতে হবে কর্কট রাশির জাতকদের। 

৬) বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন।

তুলা রাশি

১) কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে।

২) ধৈর্য কমে যাবে।

৩) অধিক পরিশ্রম করতে হবে।

৪) বিবাদ এড়িয়ে যেতে হবে।

৫) হাত থেকে টাকা বেরিয়ে যাবে। তাই বুঝেশুনে খরচ করতে হবে। 

কুম্ভ রাশি

১) মন অশান্ত থাকবে।

২) ধৈর্যশীলতা কমে যাবে।

৩) কথাবার্তায় কঠোরতা থাকবে। তাতে পরিচিতরা ক্ষুণ্ণ হতে পারেন। কথাবার্তার ক্ষেত্রে তাই সংযমী হতে পারে।

৪) ধৈর্য ধরতে হবে। সহজেই ধৈর্য হারিয়ে ফেললে হবে না। 

৫) এই সময় যদি নতুন কোনও কাজ শুরুর পরিকল্পনা করেন, তাহলে ভেবেচিন্তে করবেন।

ভাগ্যলিপি খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.