বাংলা নিউজ > ভাগ্যলিপি > চাকরিতে হবে পদোন্নতি, ব্যবসায় হবে লাভ - আজ থেকে ভালো দিন শুরু হবে এই রাশির

চাকরিতে হবে পদোন্নতি, ব্যবসায় হবে লাভ - আজ থেকে ভালো দিন শুরু হবে এই রাশির

আজ (রবিবার) রাশি পরিবর্তন বুধের।

সেই তালিকায় আপনি আছেন কিনা, তা দেখে নিন? 

আজ (রবিবার) রাশি পরিবর্তন বুধের। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের বিশেষ গুরুত্ব আছে। বুধকে বুদ্ধি, গণিত, চাতুর্য, বন্ধুত্বের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই বুধের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। সেই তালিকায় আপনি আছেন কিনা, তা দেখে নিন -

মেষ রাশি

১) অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।

২) ব্যবসায় লাভের যোগ তৈরি হবে।

৩) ভাইবোনের সহযোগিতা পেতে পারেন।

৪) সাহস বাড়বে।

৫) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

৬) কাজে সাফল্যের যোগ তৈরি হচ্ছে।

৭) ভাগ্যের সহায়তা পাবেন।

৮) চাকরি এবং ব্যবসার জন্য শুভ সময়।

৯) আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে।

১০) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। 

১১) দাম্পত্য জীবনে সুখ থাকবে।

১২) পরিবারে আচমকা কোনও সুসংবাদ পেতে পারেন।

১৩) মান-সম্মান বাড়বে।

মিথুন রাশি

১) চাকরি এবং ব্যবসার জন্য এটা ভালো সময়।

২) কাজে সাফল্য লাভ করবেন। পদোন্নতি বা আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে।

৩) কোনও নয়া কাজ শুরুর ক্ষেত্রে সূর্যের গোচর অত্যন্ত শুভ।

৪) যাঁরা চাকরির সন্ধানে আছে, তাঁরা সুখবর পেতে পারেন।

৫) মান-সম্মান বাড়বে।

৬) দাম্পত্য জীবন সুখকর হবে। 

৭) যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন।

৮) লেনদেনের জন্য ভালো সময়। 

৯) যে কোনও কাজে শুভ ফল লাভ করবেন।

বৃশ্চিক রাশি

১) এই সময় পারিবারিক ব্যবসায় মাধুর্য আসবে।

২) যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সুখবর পেতে পারেন।

৩) আত্মবিশ্বাস বাড়তে পারে।

৪) দাম্পত্য জীবন সুখকর হবে।

৫) অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।

৬) অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভ করবেন।

৭) সমাজে মান-সম্মান বাড়বে।

৮) বিনিয়োগ করলে লাভবান হবেন।

ধনু রাশি

১) লেনদেনের জন্য সময় ভালো।

২) এই সময় আপনার মান-সম্মান বাড়বে।

৩) কর্মক্ষেত্রে লাভ হবে।

৪) ধনু রাশির জাতকরা লাভবান হবেন।

৫) অর্থ উপার্জনের নয়া সুযোগ মিলবে।

৬) ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন।

মীন রাশি

১) এই সময় আপনি চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন।

২) চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে।

৩) খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন।

৪) পারিবারিক জীবন সুখী থাকবে।

৫) এই সময়টা আর্থিক দিক থেকেও লাভজনক হবে।

৬) কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে।

৭) আগের থেকে আর্থিক অবস্থা ভালো হবে।

৮) শারীরিক অবস্থার উন্নতি হবে।

৯) বিবাহিত জীবন সুখকর হবে।

ভাগ্যলিপি খবর

Latest News

বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল T20 বিশ্বকাপে এক দশক পর জয়! স্কটল্যান্ডকে হারিয়ে চোখে জল বাংলাদেশের সুলতানাদের… সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল মুখ্যমন্ত্রীর 'মমতা', কান্নায় ভেঙে পড়া বাচ্চার মুখে হাসি ফোটাতে বাজালেন ঢাক মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল দেবীপক্ষেই মেরুন বেনারসি পরে সায়নদীপের গলায় মালা রূপসার! দেখুন বিয়ের ছবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.