সোমবার (২৫ এপ্রিল) বুধের রাশি পরিবর্তন হতে চলেছে। তিনি প্রবেশ করবেন নিজের রাশি বৃষে। তার ফলে মেষ রাশিতে বুধ, রাহু এবং সূর্যের যে যুতি আছে, তা থাকবে না। সেই যুতির ফলে একাধিক রাশিকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোন কোন রাশির জাতকদের আপাতত সমস্যা হচ্ছে, তা দেখে নিন -
মেষ রাশি- এই সময় মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে অর্থহানির সম্ভাবনা আছে। আপনার রাশিতেই তিন গ্রহের যুতির ফলে দ্বিধাগ্রস্ত থাকতে পারেন। অহঙ্কার করবেন না।
মিথুন রাশি- মেষ রাশিতে তিন গ্রহের যুতি যতদিন থাকবে, ততদিন অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতকদের। মানসিক অশান্তি থাকতে পারে। পুরনো ধার-দেনা শোধ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। যে জাতকরা নয়া চাকরির সন্ধানে আছেন, তাঁদের সমস্যার মুখে পড়তে হতে পারে।
তুলা রাশি- এই সময় তুলা রাশির জাতকদের ঝামেলা এড়িয়ে যেতে হবে। দ্বিধাগ্রস্ত থাকবেন। মানসিক চিন্তা থাকবে। তার ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। চোট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকুন। অপরিচিত লোকেদের ভরসা করবেন না। খরচে রাশ টানতে হবে। জীবনসঙ্গীর পরামর্শ কাজে লাগতে পারে।