চলতি মাসে ইতিমধ্যে সূর্য এবং মঙ্গল রাশি পরিবর্তন করেছেন। শুক্র মার্গী হতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই কারণে ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়বে। আগামী ১১ দিন কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, তা দেখে নিন একনজরে -
সিংহ রাশি
১) আর্থিক অবস্থা ভালো হবে।
২) কোনও সম্পত্তি থেকে হাতে টাকা আসতে পারে।
৩) নয়া কোনও কাজ শুরুর জন্য এটা ভালো সময়।
৪) আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
৫) দাম্পত্য জীবন সুখকর হবে।
৬) যাত্রায় যেতে পারেন সিংহ রাশির জাতকরা।
৭) বন্ধুর সহযোগিতা মিলবে।
কন্যা রাশি
১) চাকরিতে কাজের ভার বাড়তে পারে।
২) অর্থ লাভ হবে। তার ফলে ভালো হবে আর্থিক অবস্থা।
৩) ব্যবসার বহর বাড়তে পারে।
৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী কয়েকদিন দুর্দান্ত হবে।
৫) নয়া কোনও কাজ শুরুর জন্য অত্যন্ত ভালো সময়। লাভের পুরো সম্ভাবনা আছে।
৬) দাম্পত্য জীবন সুখকর হবে।
৭) বাবার সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি
১) চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হচ্ছে।
২) কর্মক্ষেত্রের বহর বাড়বে।
৩) চাকরি এবং ব্যবসার জন্য সময় ভালো।
৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় দুর্দান্ত কাটবে।
৫) জীবনের সব ক্ষেত্রেই লাভের আশা রাখতে পারেন।
৬) পরিবারের সহযোগিতা পাবেন।
৭) বাড়িতে ধর্মীয় কোনও কাজ হতে পারে।
৮) আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন।
৯) বন্ধুর সহযোগিতা মিলবে।
মীন রাশি
১) মীন রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে।
২) মানসিক শান্তি থাকবে।
৩) বিবাহিত জীবন সুখকর হবে।
৪) স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে।
৫) কোনও বন্ধুর সহযোগিতায় আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে।