আজ নববর্ষ। বছরের প্রথমদিনে সকলেই জানতে চান যে নয়া বছর কেমন কাটবে। সেইমতো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নয়া বছরের ১৫ পৌষ পর্যন্ত কয়েকটি রাশির জাতকদের সময় অত্যন্ত ভালো কাটবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন তাঁরা। কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে, দেখে নিন -
মেষ- শুভ ফল লাভ করবেন। এই সময় শত্রুদের পরাজিত করবেন। কর্মক্ষেত্রে আপনার মান-সম্মান বাড়বে। আগের থেকে আর্থিক অবস্থা ভালো হবে। উন্নতি হবে স্বাস্থ্যের। অর্থ লাভ হবে। তার ফলে মজবুত হবে আর্থিক অবস্থা।
মিথুন- শুভ খবর পেতে পারেন। এই সময় পারিবারিক সম্পর্কে মাধুর্য বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁরা শুভ ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবন সুখী থাকবে। অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।
আরও পড়ুন: পয়লা বৈশাখে এই ৫ কাজ অবশ্যই করুন, তাহলে পুরো নববর্ষ কাটবে অত্যন্ত শুভ
কর্কট- কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা ভালো কাটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য মিলবে। সমাজে মান-সম্মান বাড়বে। বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আপনার পক্ষে লাভজনক হবে। লেনদেনের জন্য সময় ভালো থাকবে।
সিংহ- এই সময়টা সিংহ রাশির জাতকদের জন্য দুর্দান্ত কাটতে পারে। এই সময় আপনার মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে অর্থ লাভ হবে। সূর্যের গোচরের ফলে আপনি সাফল্য লাভ করবেন। অর্থ আগমনের নয়া সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন।
বৃশ্চিক- চাকরি পরিবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করতে পারেন। ব্যবসায় লাভের যোগ তৈরি হতে পারে। অর্থ লাভের যোগও তৈরি হচ্ছে। উন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরি এবং ব্যবসায়। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। এই সময় যে কেউ আপনাকে সাহায্য করতে মুখিয়ে থাকবেন।
আরও পড়ুন: Solar Eclipse 2022: মেষ রাশিতে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ, এই ৪ রাশির জাতকরা হবেন লাভবান