রাশি অনুযায়ী ভাগ্য গণনা করে থাকেন জ্যোতিষীরা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশির সাহায্যে কোনও ব্যক্তির জীবনের নানান তথ্য জানা যায়। জাতকের ব্যক্তিত্ব, কৌশল ও ভবিষ্যৎ সম্পর্কে নানান গুরুত্বপুর্ণ তথ্য প্রদান করে রাশি। জ্যোতিষে মোট ১২টি রাশি রয়েছে। তবে এই ১২টি রাশির মধ্যে কয়েকটি রাশি রয়েছে যাঁদের ওপর লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।
বৃষ- এই রাশির জাতকদের ওপর লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। বৃষ রাশির অধিপতি শুক্র। এ কারণে বৃষ রাশির জাতকরা ধনী হয়ে থাকেন। জ্যোতিষ অনুযায়ী শুক্রকে সুখ, বৈভব ও ঐশ্বর্যের কারক গ্রহ মনে করা হয়।
কর্কট- এই রাশির জাতকদের জীবনেও অর্থাভাব হয় না। লক্ষ্মীর আশীর্বাদ থাকে কর্কট রাশির জাতকদের ওপর। এই রাশির জাতকরা পরিশ্রমী হন এবং ভাগ্যের সঙ্গ পান। কর্কট জাতকদের কাজে কোনও বাধাও আসে না।
সিংহ- লক্ষ্মীর আশীর্বাদে সিংহ রাশির জাতকদের সমস্যার সম্মুখীন হতে হয় না। এই রাশির জাতকরা ধার্মিক স্বভাবের হয়ে থাকেন। জ্যোতিষ অনুযায়ী এই রাশির জাতকরা ধনী হন এবং যে কোনও কাজের জন্য তৎপর থাকেন।
বৃশ্চিক- এই রাশির জাতকরা পরিশ্রমী ও ধনী হন। লক্ষ্মীর আশীর্বাদে এঁদের কখনও অর্থাভাব হয় না। এঁদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকে।