বাংলা নিউজ > ভাগ্যলিপি > আগামী ১১ দিন এই দুই রাশির জাতকদের ওপর আশীর্বাদ বর্ষণ করবে মঙ্গল ও শুক্র
বর্তমানে কন্যায় মঙ্গল ও তুলা রাশিতে শুক্র বিরাজ করছে। মঙ্গলকে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়। শক্তি, ভাই, ভূমি, সাহস, পরাক্রম, শৌর্য, গতিশীলতা ও জীবনশক্তির কারক গ্রহ মঙ্গল। অন্য দিকে জ্যোতিষ মতে শুক্র ভৌতিক সুখ, দাম্পত্য সুখ, ভোগ-বিলাস, ঐশ্বর্য, প্রতিভা, সৌন্দর্য, রোম্যান্স, কাম-বাসনা ও ফ্যাশান ডিজাইনিংয়ের কারক গ্রহ মনে করা হয়। মঙ্গল ও শুক্র শুভ হলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়। আগামী ১১ দিন মঙ্গল ও শুক্র কোন কোন রাশির জাতকদের ওপর আশীর্বাদ বর্ষণ করবেন জেনে নিন—
কর্কট
- এই দুই গ্রহের রাশি পরিবর্তনের প্রভাবে কর্কট রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
- কাজে সাফল্য লাভ করার জন্য অধিক পরিশ্রম করতে হবে।
- লেন-দেনের জন্য সময় শুভ।
- এ সময় লগ্নি করলে লাভ হবে।
- চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
- মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে।
- নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন।
- ধন লাভ হবে।
- জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
ধনু
- মঙ্গল ও শুক্রের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের জীবনে শুভ ফলে বৃদ্ধি হবে।
- এই সময়কালে নিশ্চিত ভাগ্যোদয়ের যোগ রয়েছে।
- পারিবারিক জীবন সুখে কাটবে।
- ধনু রাশির জাতকদের মান-সম্মানে বৃদ্ধি হবে।
- পদ-প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে।
- এ সময় লগ্নি করলে লাভ হবে।
- নতুন কাজ শুরুর জন্য সময় শুভ।
- চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে।
- পড়ুয়াদের জন্য সময় আশীর্বাদের চেয়ে কোনও অংশে কম নয়।
- দাম্পত্ জীবন সুখে কাটবে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর