Gajkesari mahalaksmi raj yoga: গজকেশরী এবং মহালক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে ২৪মে অর্থাৎ বুধবার থেকে। যা ৩ টি রাশির জাতকদের উপকারে আসবে। জেনে নিন সেই তিনটি রাশি সম্পর্কে।
1/5জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২ টি রাশির উপর গ্রহ এবং নক্ষত্রের বিশেষ প্রভাব রয়েছে। কুণ্ডলীতে উপস্থিত গ্রহের ভিত্তিতে ব্যক্তির ভাগ্য গঠিত হয়। যদি কারোর কুণ্ডলীতে মহালক্ষ্মী যোগ থাকে তাহলে তার ভবিষ্যৎ খুবই শুভ বলে মনে করা হয়। মহালক্ষ্মী রাজ যোগের সৃষ্টি কর্মজীবনে উন্নতি আনে। তারা দারিদ্র্য থেকে মুক্তি পায় এবং প্রচুর সম্পদ অর্জন করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এটি সম্পর্কের সমৃদ্ধিও দেয়।
2/5গজকেশরী রাজ যোগ: বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে গজকেশরী রাজ যোগ গঠিত হয়। গজকেশরী যোগ সম্মান ও সম্পদ নিয়ে আসে। ২৪ মে চন্দ্র কর্কট রাশিতে গমন করবে। বৃহস্পতি ইতিমধ্যেই মেষ রাশিতে বসেছে। এমন অবস্থায় একে অপরের কেন্দ্রে অবস্থান করলে গজকেশরী যোগ গঠিত হবে। যার প্রভাব অনেক রাশির উপর পড়বে নিশ্চিত। বৃহস্পতি ও চন্দ্র যেকোনো রাশিতে থাকলে এবং অপরজন সেই রাশির চতুর্থ, সপ্তম বা দশম ঘরে থাকলে গজকেশরী যোগ তৈরি হয়। গজকেশরী রাজযোগের সুফল পেয়ে একজন ব্যক্তি গুণী, বুদ্ধিমান এবং চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হন। ২৪ মে অর্থাৎ বুধবার থেকে গজকেশরী ও মহালক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে। যা ৩টি রাশির জাতকদের উপকারে আসবে।
3/5মেষঃ মেষ রাশির জাতকরা মহালক্ষ্মী ও গজকেশরী রাজ যোগের সুফল পাবেন। পারস্পরিক চিহ্নে রাজত্ব করছেন দেবগুরু বৃহস্পতি। কোনও কাজ আটকে থাকলে এই সময়েই শেষ হয়ে যাবে। বেকাররা চাকরি পেতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
4/5মিথুনঃ মিথুন রাশির জাতকরা মহালক্ষ্মী রাজ যোগের সুফল পাবেন। এই সময় অর্থের ক্ষেত্রে আপনার লাভ নিশ্চিত, আপনি আপনার বক্তব্য দিয়ে মানুষের মন জয় করবেন। শারীরিক সুখ পাবেন।
5/5তুলাঃ তুলা রাশির জাতকরা রাজ যোগের সুবিধা পাবেন। ব্যবসায় লাভ হবে। আপনার সঙ্গী একটি ভালো কাজ পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সুখের হবে।