তবে সেই নুন রাখারও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। বাড়ির কোন দিকে কোন পাত্রে কীভাবে নুন রাখা যাবে, তা নিয়ে রয়েছে বিশেষজ্ঞদের টিপস। দেখে নেওয়া যাক এমনই কিছু টিপস নুন ঘিরে বাস্তুশাস্ত্রে।
1/5বাস্তুশাস্ত্র মতে, বিভিন্ন সময়ে নানান বিষয়ে জীবনের সার্বিক উন্নতি ও আর্থিক উন্নতিতে বহু সহজ টিপস দেওয়া হয়। তবে অর্থসংকট এমনই একটি বিষয়, যা আসলে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হয়। বাস্তুশাস্ত্র বলছে, ঘরের কয়েকটি জিনিসপত্র সঠিক জায়গায়,নির্দিষ্ট বাস্তু টিপস মেনে রাখলে তা আর্থিক কষ্ট দূর করে আর্থিক উন্নতি এনে দেয়। এমনই একটি বিষয় হল নুন। বাড়িতে সঠিক জায়গায় নুন রাখলে আর্থিক সংকট হয় দূর। (Freepik)
2/5তবে সেই নুন রাখারও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। বাড়ির কোন দিকে কোন পাত্রে কীভাবে নুন রাখা যাবে, তা নিয়ে রয়েছে বিশেষজ্ঞদের টিপস। দেখে নেওয়া যাক এমনই কিছু টিপস নুন ঘিরে বাস্তুশাস্ত্রে। (Freepik)
3/5আর্থিক উন্নতিতে নুন কীভাবে রাখবেন- আর্থিক উন্নতি বাড়িতে দেখতে চাইলে, বাড়ির যেকোনও কোণে সামান্য নুনের সঙ্গে ৪ থেকে ৫ টি লবঙ্গ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এগুলি কাঁচের পাত্রে রাখার কথা বলা হচ্ছে। এতে সংসারে আর্থিক উন্নতি আসবে বলে মত বাস্তুশাস্ত্রের। (Freepik)
4/5এই ভুল করবেন না- বাড়ির কোনও কোণে নুন রাখার পর তা সময়মতো তুলে নিন, আর বাড়ির বেসিনে ফেলে দিন। ১০ ১২ ঘণ্টার পর ওই নুন তুলে নিন। দিনের পর দিন বাড়িতে ওইভাবে নুন রাখবেন না। (Freepik)
5/5বাথরুম ও বেডরুমে নুন- বাড়িতে যদি দম্পতির মধ্যে ঝগড়া অবরত হয়, তাহলে বেডরুেম এক কোণে রেখে দিন নুন। আর তা রাখুন কাচের পাত্রে। অন্যদিকে বাড়িতে বাস্তুদোষ থাকলেও রেখে দিন নুন, বাথরুমের এক কোণে। এতেও সহজে কাটে সমস্যা। তবে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি নুন একইভাবে খোলা রাখলে তা সমস্যা বাড়াতে পারে বলে মত বাস্তুবিদদের। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) (Freepik)