Ratanti Kali Puja: আজ চতুর্দশী তিথি কতক্ষণ অবধি থাকছে? আজ দক্ষিণেশ্বরে মাযের মন্দিরে কী বিশেষ আয়োজন করা হয়েছে, জেনে নিন এখান থেকে।
1/5আজ শুক্রবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজ রটন্তী কালী পুজো। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে মহা ধুমধাম করে পালিত হয় রটন্তী কালী পুজো।
2/5১৬০ বছরের পুরনো এই মন্দিরের সুদীর্ঘ যাত্রা পথে তিনটি কালীপুজো খুব বিখ্যাত। এই তিনটি কালী পুজো খুব ধূম ধাম করে বিশেষ ভাবে পালিত হয় দক্ষিণেশ্বরে। দীপান্বিতা কালীপুজো, ফলহারিনি অমাবস্যার কালী পুজো এবং মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথির রটন্তী কালীপুজো। (ছবি সৌজন্য ফেসবুক)
3/5রটন্তী কালীপুজো কিন্তু অমাবস্যায় হয় না, বরং অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে হয়ে থাকে। রটে যাওয়া থেকে এই কালীপুজোর উৎপত্তি বলে এর নাম রটন্তী কালীপুজো। অনেকে বাড়িতেও করে থাকেন রটন্তী কালীপুজো। (ছবি সৌজন্য পিটিআই)
4/5আজ গোধূলি বেলায় দক্ষিণেশ্বরে গঙ্গা আরতির বিশেষ আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে শাস্ত্রীয় সংগীত ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে করা হবে মাতৃ বন্দনা। দক্ষিণেশ্বরে আগে থেকেই গঙ্গা আরতির প্রচলন ছিল, তবে আজ বিশেষভাবে আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। আজ গোধূলি বেলায় পুরুষ ও মহিলার একটি দল মন্ত্র উচ্চারণের মাধ্যমে করবে মাতৃ বন্দনা। তার সঙ্গে সঙ্গে হবে গঙ্গা মায়ের আরতি।
5/5আজ গোধূলি বেলায় গঙ্গা আরতির পর মন্দির প্রাঙ্গনে সন্ধ্যায় বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপর রাত্রি সাড়ে নটা থেকে শুরু হবে রটন্তী কালী পুজো, তাই মন্দির প্রাঙ্গণ কে বিশেষভাবে সাজানো হয়েছে। তবে ভক্তদের জন্য রাতে মন্দির চত্বর খোলা থাকবে না, মন্দিরের মূল প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে।(ANI Photo)