বাংলা নিউজ > ভাগ্যলিপি > Mahalaya 2022: আগামিকাল মহালয়া, এখনই জেনে নিন কত ক্ষণ থাকছে অমাবস্যা

Mahalaya 2022: আগামিকাল মহালয়া, এখনই জেনে নিন কত ক্ষণ থাকছে অমাবস্যা

জেনে নিন মহালয়ার নির্ঘণ্ট।

Mahalaya 2022: মহালয়ায় পিতৃপক্ষের শেষ। দেবীপক্ষের শুরু। এখনই জেনে নিন মহালয়ার সময় ও নির্ঘণ্ট। 

রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। এদিন পূর্বপুরুষদের প্রতি তর্পন করেন অনেকে। তর্পনের অর্থ খুশি করা। পূর্বপুরুষের আত্মাকে খুশি করতে তর্পন করা হয়। 

গত দুই বছরে করোনার কারণে তর্পন নিয়ে নানা ধরনের ভয় বা আশঙ্কা ছিল মানুষের মধ্যে। এবছর সেই সব ভয় বা উদ্বেগ অনেকটাই কমে গিয়েছে। ফলে আগের দুই বছরের তুলনায় এই বছরে আরও বেশি মানুষ তর্পনের জন্য হাজির হবেন বলে আশা করছেন অনেকেই।

কথিত আছে, এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পন করেছিলেন রামচন্দ্র। তার পরে তিনি দেবীর অকাল বোধন করেন। 

এবারের মহালয়ার নির্ঘণ্ট:

ইংরেজি ২৫ সেপ্টেম্বর মহালয়া পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার মতে এটি ৮ আশ্বিন।

অমাবস্যার নির্ঘণ্ট:

২৪ সেপ্টেম্বর বা ৭ আশ্বিন, অর্থাৎ শনিবার, রাত ২টো ৫৫ মিনিট ৩৯ সেকেন্ডে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। ২৫ সেপ্টেম্বর বা ৮ আশ্বিন, অর্থাৎ রবিবার রাত ৩টে ২৪ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত থাকবে এই অমাবস্যা।

মহালয়ার অমৃতযোগ:

দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে।

বন্ধ করুন