বুধ, বৃহস্পতি, সূর্যের যুতিতে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। এই যোগের ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে আকস্মিক ধনলাভ থেকে শুরু করে চাকরি ও ব্যবসায় উন্নতি হতে চলেছে। এই জাতক জাতিকারা আলাদা করে সূর্য ও বৃহস্পতির কৃপা পেতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
1/5একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি গ্রহেরই রাশি পরিবর্তন হয় সময়কাল অনুযায়ী। আর যে সময়কালে এই রাশি পরিবর্তন হয়, সেই সময়কালে একাধিক শুভ সময় তৈরি হতে চলেছে। তারফলে বহু রাশিতে শুভ প্রভাব পড়তে থাকে। বুধ বৃহস্পতি ও সূর্যের যুতিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। তারফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে।
2/5বুধ, বৃহস্পতি, সূর্যের যুতিতে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। এই যোগের ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে আকস্মিক ধনলাভ থেকে শুরু করে চাকরি ও ব্যবসায় উন্নতি হতে চলেছে। এই জাতক জাতিকারা আলাদা করে সূর্য ও বৃহস্পতির কৃপা পেতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
3/5মীন-ত্রিগ্রহী যোগের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক শুভ প্রভাব দেখা যেতে পারে। এই সময় আপনাদের ব্যক্তিত্ব আরও সুন্দর হতে পারে। আত্মবিশ্বাসও আগের থেকে আর ভালো হতে পারে। এই যোগের দৃষ্টি আপনাদের গোচর কুণ্ডলীতে সপ্তমভাবে পড়তে পারে। এই সময় নতুন ব্যবসা ভালো ভাবে হবে। জীবনসঙ্গীর সহযোগিতা প্রাপ্তি হবে। অবিবাহতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
4/5বৃশ্চিক- সন্তান, উন্নতি, প্রেমের দিক থেকে এই রাশিতে এই ত্রিগ্রহী যোগ খুবই কার্যকরী। এই সময় আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। আধ্যাত্মে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের ক্ষেত্রে সময় ভালো কাটবে। শিক্ষায় প্রগতি। প্রেমজীবনে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রতিযগিতামূলক কাজে পাবেন সাফল্য।
5/5ধনু- ত্রিগ্রহী যোগের ফলে ধনু রাশিতে লাভপ্রদ ফল পাওয়া যাবে। বিলাস ব্যসনে সুখ পাবেন। এই সময় বিভিন্ন পার্থিব সুখ পেতে চলেছেন আপনারা। মায়ের দিক থেকে ধন সম্পত্তির দিক থেকে পাবেন সুখ। জানুয়ারিতেই শনির সাড়েসাতে থেকে পেয়েছেন আপনারা মুক্তি। যা আটকে থাকা কাজ, তা থেকে পাবেন মুক্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)