২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আসতে আর এক সপ্তাহ বাকি। বছরের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ রয়েছে। এদিকে, জ্যোতিষশাস্ত্রমতে সূর্যগ্রহণের দিন একাধিক গ্রহ নক্ষত্র নিজের অবস্থান পাল্টে নতুন যোগ তৈরি করতে চলেছে। ২৯ মার্চ, মীন রাশিতে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। সেদিন শনিদেব, নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে প্রবেশ করবেন মীন রাশিতে। সেখানে আগে থেকেই রয়েছেন সূর্য, শুক্র, বুধ, রাহু। মীনে শুক্র, শনি আর রাহুর যুতি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মীন রাশিতে সূর্যগ্রহণের দিনই এই যুতি তৈরি হওয়াতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি, দেখে নিন।
বৃষ
এই রাশির একাদশতমভাবে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। পরিবারের সঙ্গে চলা সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। এছাড়াও স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। সমাজে মান সম্মান বাড়বে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে খুবই লাভ পাবেন। উন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিও হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ভাগ্যের সহযোগিতা সব দিক থেকে পাবেন। রোজগারের অনেক রাস্তা খুলে যাবে। টাকা সঞ্চয় করতে সুবিধা পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
কুম্ভ
অনেক দিন পর এই রাশির জাতক জাতিকারা কাঙ্খিত আনন্দ, সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন। আপনার জীবন ধীরে ধীরে ভালোর দিকে যাবে। এই রাশির জাতক জাতিকাদের কোষ্ঠীতে শনির সাড়েসাতি শেষলগ্নে রয়েছে। আর্থিক কষ্ট এবার মুছে যাওয়ার সময় শুরু হতে চলেছে। কাজের দিক থেকে নানান জায়গা থেকে পাবেন সাফল্য। নিজের মধ্যে কোনও বদল দেখতে পাবেন। মন ভালো থাকতে চলেছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য প্রশংসা পাবেন। আসবে সাফল্য। ব্যবসায় লাভ হবে। সামাজিক জীবনও ভালোর দিকে যাবে।
মিথুন
জ্ঞান আর অনুশাসনের দিক থেকে এই সময়কাল খুবই ভালো মিথুন রাশির জাতক জাতিকার জন্য। কর্মস্থলে আপনার কাজের প্রশংসার অন্ত থাকবে না। জীবনে নানান ধরনের সমস্যা থেকে পাবেন মুক্তি। ব্যবসা বৃদ্ধিতে কোথাও থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায় লাভ আসবে। অংশীদারির ব্যবসায় তুমুল লাভ পেতে পারেন। শারীরিক আর মানসিক অবস্থা ভালোর দিকে যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)