জ্যোতিষশাস্ত্রমতে ত্রিগ্রহী যোগের ফলে বহু রাশির ভাগ্যে আসে সুখ স্বাচ্ছন্দ্য। গ্রহগুলি একটি নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থানের পরিবর্তন করে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। আবার অনেককেই তার প্রভাবে লড়াই চালিয়েও যেতে হয়। আসন্ন সময়ে, বুধ, সূর্য, শনি তৈরি করতে চলেছেন ত্রিগ্রহী যোগ, তারফলে কারা লাকি হতে পারেন, দেখা যাক। এই রাশিগুলি ২৭ ফেব্রুয়ারি থেকে লাকি হবে বলে জ্যোতিষমতে গণনা বলছে।
বৃষ
এই সংযোগ আপনার গোচর কুণ্ডলীতে আয়ের ভাবে তৈরি হচ্ছে। এ ই সময় আপনার আয়ে উন্নতির যোগ আসতে পারে। টাকা রোজগারের দারুন যোগ রয়েছে এই সময়। ব্যবসায়ীরা কোনও বড় ডিল করতে পারেন। যা ভবিষ্যতের জন্য শুভ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। এই সময় হতে পারে আপনার সন্তানের উন্নতিও। কোনও কাজ শুরু করতে চাইলে এই সময়টি শুভ। পরিবারে থাকবে আনন্দ। শেয়ার মার্কেট, সাট্টা বাজারে ভালো লাভ পাবেন।
কুম্ভ
এই যোগ আপনার রাশিতে ধনভাবে তৈরি হবে। এই সময় আপনি আকস্মিক ধনলাভ করতে পারেন। এরইসঙ্গে চাকরিরত জাতক জাতিকাদের প্রমোশন আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন লাভ। এই সময় আপনার কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। আপনার কথায় অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবেন।
মিথুন
ত্রিগ্রহী যোগ আপনাদের কেরিয়ার আর ব্যবসার জন্য খুবই লাভদায়ক। এই সময় যাঁরা চাকরি পাচ্ছেন না, তাঁরা পেতে পারেন চাকরি। যাঁরা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাঁরা পেতে পারেন কোনও সুখবর। কর্মস্থলে নতুন কোনও দায়িত্ব আসতে পারে। আপনার সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি হতে পারে। রাজনীতিতে বা সামাজিক ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাঁরা পেতে পারেন উন্নতির দেখা। ব্যবসা থেকে মুনাফা আসতে পারে। কোনও দীর্ঘ দূরত্বের কোথাও যাত্রা করতে পারেন কিম্বা যেতে পারেন বিদেশে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )