বাংলা নিউজ > ভাগ্যলিপি > Vastu Shastra: তুলসি গাছে আছে বাড়িতে? ভুল করেও এসব কাজ করবেন না, নেমে আসবে চরম দুর্ভোগ
মোটামুটি প্রতিটা বাড়িতেই আমরা তুলসি গাছ দেখতে পাই। বাড়ির মূল দরজার পাশে তুলসি গাছ রাখা খুবই শুভ। মনে করা হয়, তাতে নাকি বাড়িতে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না বাড়িতে। তুলসি গাছ যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি ভালো হয়। বাড়ির পূর্ব দিকে এবং উত্তর-পূর্ব দিকে তুলসি গাছ থাকা সবথেকে শুভ। আসুন দেখে নেওয়া যাক, তুলসি গাছের ব্যাপারে কোন ভুলগুলো করলে নেমে আসতে পারে দুর্ভাগ্য।
মা তুলসির অপর নাম হল বিষ্ণুপ্রিয়া। তুলসি গাছের পাতা ছাড়া ভগবান বিষ্ণু বা নারায়ণের ভোগ সম্পূর্ণ হয় না। কিন্তু বাড়িতে তুলসি গাছ থাকলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত।
- তুলসি গাছ সবসময় বাড়ির বাইরে থাকবে কখনো বারান্দায় বা বাড়িতে ছাদের তলায় তুলসি গাছকে নিয়ে রাখবেন না।
- সূর্যাস্তের পর কখনো তুলসি গাছের পাতা ছিঁড়বেন না। তাতে হতে পারে ঘোর অমঙ্গল।
- স্নান না করে অশুদ্ধ অবস্থায় কোনওদিন তুলসি গাছে হাত দেবেন না।
- রবিবার একাদশী এবং গ্রহণের দিনগুলিতে কখনওই তুলসি গাছে জল দেবেন না।
- কোনওমতেই বাড়ির দক্ষিণ দিকে তুলসি গাছ রাখবেন না।
- বৃহস্পতিবার তুলসি গাছে কাঁচা দুধ দিয়ে পুজো করলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার বাড়িতে থাকবে।
- প্রতিদিন সন্ধ্যায় তুলসি তলায় প্রদীপ দেবেন। যদি বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ থাকে, তাহলেও দেখবেন এই কাজটি করার তিন মাসের মধ্যে বাড়িতে আর্থিক সমৃদ্ধির রাস্তা ধীরে ধীরে খুলতে থাকবে।