বাংলা নিউজ > ভাগ্যলিপি > Unlucky Zodiacs during Durga Puja 2022: সূর্য ও রাহুর প্রভাবে তৈরি অত্যন্ত অশুভ যোগ, দুর্গাপুজোর সময় চরমে উঠবে দুর্ভাগ্য

Unlucky Zodiacs during Durga Puja 2022: সূর্য ও রাহুর প্রভাবে তৈরি অত্যন্ত অশুভ যোগ, দুর্গাপুজোর সময় চরমে উঠবে দুর্ভাগ্য

Unlucky Zodiacs during Durga Puja 2022: সূর্য এবং রাহুর সংযোগে তৈরি হয়েছে ষড়াষ্টক যোগ। যে অত্যন্ত অশুভ বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে সূর্যের গোচরের ফলে ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। সেই যোগের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। দুর্গাপুজোর সময়টাও ভালো কাটবে না। ব্যবসায় ক্ষতি হবে। আর্থিক সমস্যা বাড়বে। কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন -