বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময়ে সময়ে গ্রহগুলি নিজেদের দিশা পাল্টে ফেলে। যার প্রভাব মানবজীবন আর দেশ দুনিয়াকে দেখা যায়। আসন্ন ১৭ জানুয়ারি থেকে শুক্র নিদের ক্রান্তিবৃত্ত বা পরিক্রমাপথ পাল্টাতে চলেছেন। শুক্র হবেন উত্তরমার্গী। আর উত্তর দিককে মনে করা হয় ধন সম্পত্তির দিক। সেই দিক থেকে শুক্রের এই এই পরিবর্তন বহু রাশির জীবনে নানান ধরনের পরিবর্তন এনে দেবে। শুক্রের এই গতি বহু রাশির জন্য সুখবর নিয়ে আসবে। দেখা যাক, এরফলে কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৃষ
হঠাৎ করে হাতে মাঝে মাঝেই টাকা পয়সা আসতে থাকবে। শুধু তাই নয়, এরইসঙ্গে আয়ের নতুন রাস্তা তৈরি হবে। যা আপনার আর্থিক পরিস্থিতিকে ভালোর দিকে নিয়ে যাবে। কোনও আটকে থাকা টাকা এই সময় ফেরত পেয়ে যেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। ব্যবসায়িক উন্নতি দেখতে পাবেন। নতুন ব্য়বসা শুরু করতে পারেন। কোনও বড় বিনিয়োগ এই সময় হবে। দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যাবে।
তুলা
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সম্ভবত চাকরি পেতে পারেন। এই গোচর তুলা রাশির জন্য খুবই ফলদায়ী হবে। চাকরিরতদের কর্মস্থলে কোনও দায়িত্ব আসতে পারে। কোনও প্রমোশনও হতে পারে। যাঁরা নতুন চাকরির চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেয়ে যেতে পারেন। জীবনসঙ্গী বা পার্টনারের সঙ্গে পুরনো রাগারাগি বন্ধ হবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন।
মীন
আপনার কোনও বিনিয়োগ থেকে লাভ হতে পারে। আপনার আয়ে বিপুল লাভ হবে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। কাজের জায়গায় কোনও ইতিবাচক প্রভাব দেখা যাবে। প্রমোশন বা নতুন চাকরি পেতে পারেন। উচ্চ আধিকারিকদের সহযোগিতা মিলবে। কর্মক্ষেত্রে আপনার সহযোগিতা আসবে। বেতন বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু নতুন করতে পারেন। ব্যবসায় নতুন কিছু করার পরিকল্পনা হতে পারে। পরিবারের কারোর সঙ্গে সময় ভালো যাবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )