বাংলা নিউজ > ভাগ্যলিপি > বাস্তু শাস্ত্র: আর্থিক ক্ষতির কারণ এই জিনিসগুলি, রাখবেন না কাছে
ভালো আয় সত্ত্বেও অনেক সময় ধন সঞ্চয় সম্ভব হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস আছে, যা নিজের কাছে রাখলে আর্থিক ক্ষতি হয়ে থাকে। যেমন-
- বাস্তুশাস্ত্র অনুযায়ী বন্ধ ঘড়ি কাছে রাখা অশুভ। বন্ধ ঘড়ি নেগেটিভিটি বাড়ায়। এমন ঘড়ি বাড়িতে রাখা বা পরার ফলে ক্ষতি হতে পারে।
- অনেকেই যাত্রার পরও টিকিট জমিয়ে রাখেন। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো টিকিট জমিয়ে রাখা শুভ নয়। পার্সে বা পকেটে পুরনো টিকিট রাখলে ব্যয় বৃদ্ধি হয়।
- ছেড়া টাকাও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই শাস্ত্রে বলা হয়েছে, কারও কাছে ছেড়া টাকা থাকলে তা পাল্টে ফেলা বা নিজের কাছে না-রাখা উচিত।
- ছেঁড়া পার্স রাখাও অশুভ। ছেড়া পার্স রাখলে আর্থিক ক্ষতি হয়। এর ফলে নেগেটিভিটি বাড়ে। তাই তা শীঘ্র বদলে ফেলা উচিত।
- আবার পার্স কখনও খালি রাখা উচিত নয়। এতে সামান্য হলেও, অবশ্যই টাকা রাখা উচিত। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, খালি পার্স আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে।
- আবার কোনও জামাকাপড়ের পকেট ছেঁড়া হলে, তা পরা অনুচিত। না-হলে অর্থের ক্ষতি হয়।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর