বাস্তুশাস্ত্র মতে জীবনের নানান সময়ের নানান সমস্যার সমাধান লেখা থাকে এই শাস্ত্রের পুঁথিতে। বহু সময়ই বাস্তুশাস্ত্র মতে আমাদের সবচেয়ে কাছে থাকা জিনিসও আমাদের নানান সমস্যা থেকে দূরে রাখতে পারে। যাঁরা গাছ ভালোবাসেন, তাঁরা বাগানে নানান রকমের গাছ পুঁতে থাকেন। বাস্তুশাস্ত্র মত বলছে, গাছও বিভিন্নভাবে বাস্তুশাস্ত্রের দিক থেকে সমস্যার সমাধান করতে পারে। সেরকমই একটি গাছ হল বেদানা।
বাস্তুশাস্ত্রমতে বেদানা গাছের বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। হিন্দুশাস্ত্র মতে, এমন কিছু গাছ রয়েছে, যেখানে স্বয়ং দেবতারা বসবাস করেন বলে মনে করা হয়। ফলে সেই গাছকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে অনেকেই বাড়িতে তুলসী গাছ রাখেন। তেমনই বাড়িতে বেদানা গাছ রাখাও খুব শুভ। তবে নির্দিষ্ট একটি দিকে বেদানা গাছ রাখলে, তবেই মিলবে এর উপকার। বাস্তুশাস্ত্র মতে জেনে নিন বাড়ির কোনদিকে বেদানা গাছ লাগালে তার শুভ ফল পাওয়া যায় সহজে। রইল হদিশ।
কোনদিকে বেদানা গাছ পুঁতবেন
বাড়ির প্রবেশ দ্বারের দক্ষিণ দিকে বেদানা গাছ লাগানো খুবই শুভ। বলছেন, বাস্তুশাস্ত্রবিদরা। এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এরফলে সংসারে আসে সম্পদ। বহু দিন ধরে যদি অর্থকষ্ট জাঁকিয়ে বসে, তাহলে বেদানা গাছ তা থেকে সুরাহার পথ বলে দিতে পারে। ফলে অর্থসংকট থেকে মুক্তি দিতে বেদানা গাছ খুবই শুভ।
বেদানা গাছ কোথায় লাগাবেন না
বাস্তুশাস্ত্র মতে বাড়ির সামনের উঠোনে বেদানা গাছ লাগানো খুবই শুভ। বেদানা গাছ এভাবে লাগালে তার শুভ ফল পাওয়া যায়। তবে বাড়িতে বেদানা গাছ লাগাতে গিয়ে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে। বাড়ির মাঝ খানে কোনও মতেই বেদানা গাছ লাগানো যাবে না। তাতে সংকটের পাহাড় জমতে থাকে।
বাড়ির কোন দিকে পোঁতা ঠিক নয় বেদানা গাছ
শাস্ত্রমতে বলা হচ্ছে, বাড়ির বাঁ দিকে কোনও মতেই পোঁতা উচিত নয়, বেদানা গাছ। এতে সংসারে আশান্তি বাড়ে। এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে যায়। পরিবারে এরফলেই অশান্তি বেড়ে যায়।
বেদানা গাছ কেন শুভ?
মনে করা হয়, ডালিম বা বেদানা গাছে শ্রী হরি ও শ্রীলক্ষ্মীর বসবাস রয়েছে। সেই কারণেই এই গাছ বাড়িতে থাকা শুভ। তবে অনেকেই শখ করে বনসাই করে বিভিন্ন গাছ বাড়িতে লাগিয়ে নেন। এমন ধরনের গাছ লাগানো ঠিক নয়। বনসাই করে নয়, বেদানা গাছ লাগাতে হবে, তা সাধারণত যেরকম দেখা যায়, সেরকম করেই লাগানো উচিত।