বাড়ি ও কক্ষ সঠিক দিকে থাকলেই যে সমস্ত বাস্তু দোষ দূর হবে, তা নয়। বরং বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে বর্তমান প্রতিটি জিনিসই ইতিবাচক ও নেতিবাচক শক্তির কারণ। তাই বাড়িতে উপস্থিত সমস্ত জিনিসের বিষয়ে অধিক সতর্ক হতে হবে। তা না-হলে পরিবারের সুখ-শান্তি নষ্ট হতে পারে। এমনকী পরিবারের সদস্যরাও নানা বিপত্তির মুখে পড়তে পারেন। বাড়িতে কোন কোন জিনিস রাখা উচিত নয়, জেনে নিন—
১. বাড়িতে কখনও কাঁটাযুক্ত গাছ বা কাঁটা গাছ রাখতে নেই। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে। আবার বনসাই গাছ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এই গাছ বাড়িতে থাকলে নানা দোষ উৎপন্ন হয়।
২. বাড়ির দেওয়ালে বণ্যপ্রাণী, যুদ্ধ, অনুর্বর জমি, শুকনো গাছের ছবি রাখার ভুল করবেন না। এর প্রভাবে নানান সমস্যা দেখা দিতে পারে। অবসাদ ঘিরে নেয়। এর পরিবর্তে আনন্দ, রঙিন ও মনকে স্বস্তিদায়ক ছবি লাগান।
৩. বাড়িতে মাকড়সার জাল থাকাও অশুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য থাকে। তাঁরা সমস্ত খিটখিটে মেজাজে থাকেন। এর প্রভাবে সিদ্ধান্তহীনতাও দেখা যায়। পারস্পরিক সম্পর্ক ও চাকরি-ব্যবসার জন্য মাকড়ার জাল শুভ নয়।
৪. বাড়িতে নটরাজের মূর্তি রাখবেন না। এটি শিবের তাণ্ডবের মূর্তি, যা সম্পর্কে পারস্পরিক ভালোবাসাকে প্রভাবিত করে। এ কারণে বাড়িতে কখনও নটরাজের মূর্তি রাখবেন না।
৫. বাড়িতে ভাঙা, পুরনো, নষ্ট হয়ে যাওয়া আসবাব, ভাঙা কাঁচ, অকেজো ইলেকট্রনিক্স, আসবাব রাখতে নেই। এতে পরিবারে নেতিবাচক শক্তির বাস হবে। আর্থিক লোকসান ও দারিদ্রের কারণ হয়ে দাঁড়াতে পারে এটি।