Vastu Remedies for Money Problem: অর্থকষ্ট কমছে না? হয়তো শনিদেবের কৃপা পাচ্ছেন না। কিংবা হয়তো মা লক্ষ্মী আপনার উপর সদয় নন। এই একটা গাছ আপনার সেই সমস্যার সমাধান করতে পারে।
1/8অর্থকড়ি নিয়ে সমস্যায় রয়েছেন? বহু দিন হয়ে গেল টাকার সমস্যা কিছুতেই কমছে না? তাহলে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি মাত্র গাছ। কী এটি? জেনে নিন সেটি বাড়িতে রাখার নিয়ম।
2/8এই গাছটি হল অপরাজিতা। এই একটি মাত্র গাছ আপনার বহু সমস্যার সমাধান করে দিতে পারে। তেমনই বলছে বৈদিক জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র। জেনে নিন, কীভাবে এই গাছটি রাখবেন।
3/8মনে করা হয়, অপরাজিতা গাছ ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই একে বিষ্ণুপ্রিয়াও বলা হয়। এই গাছ কয়েকটি নিয়ম মেনে রাখতে হবে বাড়িতে। কোন কোন নিয়ম মানতে হবে? দেখে নিন এখানে।
4/8প্রথমত, মনে রাখবেন অপরাজিতা ফুলের কথা। এই ফুল যদি শনিদেবকে দেওয়া যায়, তাহলে তিনি কৃপাবর্ষণ করেন। তাঁর আশীর্বাদ পেতে শনিমন্দিরে এই ফুল দিয়ে পুজো দিন।
5/8এবার আসা যাক, গাছের কথায়। অপরাজিতা গাছ বাড়িতে ইতিবাচক বা পজিটিভ শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু তার জন্য জানতে হবে কয়েকটি নিয়ম। দেখে নেওয়া যাক, সেগুলি।
6/8কোথায় রাখবেন এই গাছ। বাড়ির প্রধান দরজা বা গেটের ডান পাশে এটি রাখতে হবে। দরজা দিয়ে বাইরে বেরনোর সময়ে যেন গাছ আপনার ডানদিকে থাকে।
7/8তিনটি দিকে অপরাজিতা গাছ রাখা যায়। উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব। এই তিনটি দিকের কোনও একটিতে অপরাজিতা গাছ রাখা উচিত।
8/8কোন কোন দিনে বাড়িতে এই গাছের চারা রোপন করবেন, সেটিও জেনে রাখা দরকার। বৃহস্পতি এবং শুক্রবার এই চারা রোপন করতে পারেন। সেটিকে শুভ বলে মনে করা হয়।