1/10বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মানিপ্লান্ট গাছের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়মগুলি ভালো করে জেনে তবেই বাড়িতে মানিপ্লান্ট রাখা উচিত। কেন জানেন?
2/10বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে, যেগুলি বাড়িতে বা অফিসে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু সেই সব গাছ বাড়ি বা অফিসে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতেই হয়। এই তালিকায় রয়েছে মানিপ্লান্ট গাছও।
3/10নিয়ম মেনে বাড়িতে মানিপ্লান্ট গাছ বসালে অর্থপ্রাপ্তি থেকে শুরু করে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে। কিন্তু নিয়ম না জেনে ভুল পদ্ধতিতে এই গাছ বসালে? তাহলে ঘটে যেতে চরম বিপদ। তেমনই বলছে বাস্তুশাস্ত্র। জেনে নিন, কোন কোন নিয়ম মেনে মানিপ্লান্ট গাছ বসাবেন।
4/10বাড়িতে তো বটেই, অফিস বা অন্যত্রও মানিপ্লান্ট বসানোর ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলা উচিত। তেমনই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। না হলে বাড়িতে বা কর্মক্ষেত্রে কলহ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। দেখে নেওয়া যাক, কোন কোন নিয়ম মেনে মানিপ্লান্ট বসাবেন।
5/10১। বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির উত্তর-পূর্ব দিকে এই গাছ একেবারেই বসাবেন না। এতে ঘরে নেগেটিভ এনার্জির মাত্রা বাড়ে। বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাবের অভাব হতে পারে এর ফলে।
6/10২। এই গাছ সব সময়ে দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। সেটিকে খুব শুভ বলে মনে করা হয়। এতে ঘরের সুখ ও সমৃদ্ধি বাড়ে। পরিবারের সদস্যদের মধ্যে ভাবভালোবাসা বাড়তে পারে এর ফলে।
7/10৩। মানিপ্লান্ট গাছ এমনভাবে রাখবেন, যাতে এর ডালপালা বা পাতা খুব বেশি পরিমাণে মাটিতে ছড়িয়ে না পড়ে। এতে সংস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।
8/10৪। মানিপ্লান্ট গাছের পাতা শুকিয়ে গেলে, তা গাছে রেখে দেবেন না। দ্রুত কেটে ফেলুন সেই পাতা। এই গাছের শুকনো পাতা বাড়িতে রাখা ঠিক নয়। এমনই মনে করা হয় বাস্তুশাস্ত্রে।
9/10৫। বাড়ির বাইরে মানিপ্লান্ট গাছ রাখবেন না। সব সময়ে এই গাছ ঘরে রাখুন। তাতেই সুখ ও সমৃদ্ধ বাড়বে। বাইরে রাখলে লাভ তো হবেই না, উলটে ক্ষতিও হতে পারে এর ফলে।
10/10৬। মানিপ্লান্ট কাউকে উপহার দেবেন না। এতে যিনি উপহার হিসাবে পাচ্ছেন, তাঁর কোনও সমস্যা না হলেও, যিনি দিচ্ছেন, তাঁর সমস্যা হতে পারে। এতে শুক্র ক্রদ্ধ হন। তার ফলে সুখ ও শান্তি কমে যেতে পারে।