বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে গ্রহের বড়সড় পরিবর্তন হতে চলেছে। সপ্তাহ শেষেই রয়েছে শুক্রের গোচর। শুক্র ওই বিশেষ দিনে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতিবার। এই অবস্থানের ফলে তৈরি হবে গুরু ও শুক্রের যুতি। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। দেখা যাক, লাকি রাশি কারা।
নিজের রাশি বৃষে প্রবেশ করবে শুক্র। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আগামী ১৯ মে হবে বৃষ রাশিতে প্রবেশ করছে শুক্র। এই রাশিতে আগে থেকেই গুরুর অবস্থান ছিল। ফলে শুক্রের প্রবেশে গুরু আর শুক্রের যুতি তৈরি হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ২৪ দিন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে শুক্র। যার প্রভাব মূলত, সব রাশিতেই কম বেশি পড়বে। তবে সবচেয়ে বেশি পড়বে ৩ বড় রাশিতে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এই গোচরের প্রভাব পড়তে চলেছে।
সিংহ- শুক্র আর গুরুর যুতি সিংহ রাশির জন্য খুবই উপকারি। এরফলে সিংহ রাশির জাতক জাতিকাদের আয় ও সঞ্চয় বাড়তে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে বালো হবে। পরিবারে খুশির স্রোত বইবে। ব্যবসার দৃষ্টি থেকেও এই গোচর খুবই শুভ।
মেষ- গুরু শুক্রের যুতির নির্মাণ মেষ রাশির জাতক জাতিকার জন্য খুবই কার্যকরী। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসায় আপনার মুনাফা হবে। ধন সম্পত্তি আগমনের যোগ তৈরি হচ্ছে। তবে খরচায় এবার রাশ টানতে হবে। ফলে খরচার দিক থেকে থাকতে হবে সতর্ক। মন ভালো থাকবে। আগের থেকে স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের সম্পর্কিত কোনও ভালো খবর এই সময় পেতে থাকবেন।
কর্কট- গুরু আর শুক্রের যুতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো। কেরিয়ারে নতুন নতুন উচ্চতা পাবেন। কেরিয়ারে নতুন শিখর লাভ করবেন। তাতে উপকার হবে আপনারই। স্বাস্থ্য খুব ভালো থাকবে। সিঙ্গল যাঁরা রয়েছেন, তাঁদের বিয়ের যোগ শুরু হতে পারে। ফলে বাড়িতে আনন্দের বাতাবরণ থাকবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)