জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময়ে মিত্র আর শত্রু গ্রহের যুতি হয়। আর সেই ঘটনা বেশ আকর্ষণীয়। এর জেরে বহু রাশির জাতক জাতিকার জীবনে আসে উন্নতির ছোঁয়া আবার বহু গ্রহ লাভের মুখ দেখতে পাননা সেভাবে। শনিদেব আর শুক্র তেমনই অম্ল-মধুর সম্পর্কে চলেন। একদিকে কর্মফলের দাতা শনিদেব আর ধন সম্পত্তির দাতা শুক্রের এবার যুতি আসন্ন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কারা কারা লাভ পাবেন, দেখে নিন।
মকর
শুক্র আর শনির রাশির যুতি আপনাদের জন্য বেশ লাভদায়ক। কারণ এই যুতি আপনার রাশির তৃতীয়ভাবে সম্পন্ন হবে। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের সাহস আর পরাক্রম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বিশেষ লাভ পাবেন। আর বাড়তি খরচ খরচায় রাশ আসবে। কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। নতুন চাকরি পেতে পারেন। সেক্ষেত্রে বিদেশি কোনও সংস্থা থেকে কাজের সুযোগ আসতে পারে। ছাত্ররা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। ভাইবোনদের সহযোগিতা পাবেন। পরিবারে শান্তি আর সুখের সময় আসবে। সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হবে।
মিথুন
কাজের দিক থেকে বিশেষ উন্নতি হবে। ব্যবসায় বড়সড় মুনাফা হবে। বিনিয়োগ থেকে হবে লাভ। পরিশ্রমের ফল পাওয়া যাবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ছাত্ররা উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রদের ভালো ফল আসবে। চাকরিরতদের পদোন্নতির যোগ শুরু হবে। চাকরিরতদের মনের মতো জায়গায় বদলি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( Malavya Rajyog: শুক্রের উদয়ে তৈরি হতে চলেছে মালব্য রাজযোগ! টাকাকড়িতে বিপুল লাভ ৩ রাশির, লাকি কারা?)
কুম্ভ
শুক্র আর শনির সংযোগ আপনাদের জন্য বেশ লাভদায়ক হবে। এই সংযোগ আপনার রাশির ধন আর বাণীর ভাবে হবে। এই সময়ে হঠাৎ করে করে আপনার টাকা পয়সা, ধনলাভ হবে। মানসিক শান্তি আসবে এই সময়। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের যোগ তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় অনেক তাবড় ব্যক্তিত্বের সঙ্গে দেখা হতে পারে। অংশীদারিতে কোনও কাজ হলে, তা সম্পন্ন হবে। জীবনসঙ্গীর বিপুল উন্নতি হতে পারে।
কবে এই যুতি রয়েছে?
২০২৫ সালের মার্চ মাসে এই দুই গ্রহের যুতি তৈরি হবে। তখনই সুসময় ফিরবে ৩ রাশিতে।
( এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)