মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর পড়েছে, সেই ব্যক্তি বিভিন্ন দিক থেকে পাবেন উপকার। উল্লেখ্য, সদ্য মে মাসের শেষে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে। শুক্রের এই ৩০ মের গোচরে কোন কোন রাশি লাভের মুখ দেখল, দেখে নেওয়া যাক।
1/7বৈদিক জ্যোতিষমতে ৩০ মে শুক্রদেবের রাশি পরিবর্তন হতে চলেছে। তারফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়বে। শুক্রের রাশি পরিবর্তনে ভাগ্যোদয় হওয়া আবশ্যিক। কোষ্ঠীতে শুক্র শুভ স্থানে থাকলে সেই রাশিতে মা লক্ষ্মীরও বেশ খানিকটা কৃপা হয়ে থাকে।
2/7মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর পড়েছে, সেই ব্যক্তি বিভিন্ন দিক থেকে পাবেন উপকার। উল্লেখ্য, সদ্য মে মাসের শেষে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে। শুক্রের এই ৩০ মের গোচরে কোন কোন রাশি লাভের মুখ দেখল, দেখে নেওয়া যাক।
3/7মেষ- পরিবারে আচমকা পাবেন সুখবর। সমস্ত কাজে পাবেন সমৃদ্ধি। আর্থিক দিক থেকে পরিস্থিতি ভালো হবে আগের থেকে। পাবেন ধন সম্পত্তি। দাম্পত্যজীবনে সুখ আগের থেকে বাড়বে। সৌভাগ্য পাবেন সব কাজে।
4/7মিথুন: আপনার মান সম্মান হু হু করে বাড়তে থাকবে। বাড়িতে আসতে থাকবে সুখ, আনন্দ। ব্যবসা আর চাকরির দিক থেকে এই মাস খুবই আনন্দদায়ক হবে। মানসিক শান্তি পাবেন। আর্থিক সমস্যা থেকে পাবেন ছুটি। তবে সাফল্য পেতে হলে খাটতে হবে বেশি। জীবনসঙ্গীর সমর্থন সব দিক থেকে পাবেন।
5/7কর্কট: চাকরি বদল করতে পারেন। ব্যবসায় হবে লাভ। কর্মে আসবে সাফল্য, হবে ধনলাভ। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। অনেকেই আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারেন এই সময়ে।
6/7সিংহ- চাকরিতে হবে উন্নতি। বেশ কয়েকটি বড় প্রজেক্ট আসতে পারে আপনার সামনে। পরিবারে সময় ভালো কাটবে। যে কাজে হাত দেবেন, সেই কাজে পাবেন লাভ। দেবতা শঙ্করের বিশেষ কৃপা পাবেন আপনি। আর্থিক দিক থেকে ভালো সময় কাটবে। মান সম্মান বাড়বে। বৈবাহিক সম্পর্ক আগের থেকে ভালো জায়গায় যাবে।
7/7ধনু: কর্মক্ষেত্র থেকে কোনও ধরনের ভালো সংবাদ পেতে পারেন। পরিবারে থাকবে খুশির হাওয়া। বেশ কিছু শুভ খবর পেতে পারেন। ভাগ্যের সহযোগিতা সব দিক থেকে পাবেন। আর্থিক দিক থেকে দারুন লাভ হবে। দাম্পত্য জীবনেও আসবে সুখের সময়। সব কাজে পাবেন সাফল্য। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। )